রবিবার, ১২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

রোহিঙ্গা শিবিরে প্রতিনিধি দল পাঠাবে মিয়ানমার

নিজস্ব প্রতিবেদক

নাগরিকত্ব যাচাইকরণ কার্ড (ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড, সংক্ষেপে এনভিসি) ও প্রত্যাবাসনবিষয়ক অন্যান্য উদ্যোগ বিষয়ে রোহিঙ্গাদের জানাতে কক্সবাজারে আশ্রয় শিবিরে প্রতিনিধি দল পাঠাতে রাজি হয়েছে মিয়ানমার। ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস গতকাল জানায়, গত শুক্রবার নেপিডোতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে মিয়ানমারের স্টেট কাউন্সেলরের দফতরের মন্ত্রী চ টিন্টের দ্বিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এদিকে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল গতকাল রাখাইন রাজ্য সফর করেন। তারা রাখাইনে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রস্তুতির পাশাপাশি ব্যাপক ধ্বংসযজ্ঞের ছাপ দেখেছেন। বাংলাদেশ দূতাবাস জানায়, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের সমাজ কল্যাণ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী উইন মিয়াট আয়ে এবং যৌথ ওয়ার্কিং গ্রুপের সদস্যরা রাখাইন সফর করেন। পররাষ্ট্রমন্ত্রীকে সীমান্তের মিয়ানমার অংশে এমন একটি স্থানে নিয়ে যাওয়া হয় যেখানে শূন্য রেখায় ওই দেশটির কয়েক হাজার বাসিন্দা অবস্থান করছেন। পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের তং পিয়ো লেট ইয়ার ও না খাও ইয়াতে নির্মিত অভ্যর্থনা কেন্দ্র এবং হ্লা পো কুংয়ে ট্রানজিট শিবির পরিদর্শন করেন। ওই শিবিরটিতে ৩০ হাজার লোকের থাকার ব্যবস্থা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী সুয়ে জার গ্রামে ভারত সরকারের সহযোগিতায় নির্মাণাধীন ১৪৮টি ‘প্রিফেব্রিকেটেড’ বাড়ি পরিদর্শন করেন। এ ছাড়া তিনি পান তাও পিয়ান গ্রামে যান। ওই গ্রামের ১৫ হাজার বাসিন্দার বেশিরভাগই বাংলাদেশে পালিয়ে এসেছেন। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে জানানো হয়েছে, ওই গ্রামে অবশিষ্ট মুসলমান ছাড়াও বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীরা বসবাস করছেন। অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের জন্য ২২টি ও বাংলাদেশ থেকে সম্ভাব্য ফিরে যাওয়া ব্যক্তিদের জন্য প্রায় ৫০টি বাড়ি নির্মাণ করেছে মিয়ানমার সরকার। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী রাখাইন ও ম্রো নৃগোষ্ঠী অধ্যুষিত কাইনগি গ্রামও পরিদর্শন করেন।  এদিকে মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় বলেছে, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী গত শুক্রবার নেপিডোতে প্রেসিডেনশিয়াল প্রাসাদে মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট মিন্ট সুয়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে রোহিঙ্গা পরিস্থিতি ছাড়াও দুই দেশের বাণিজ্য, বিনিয়োগসহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ও মিয়ানমার গত শুক্রবারের বৈঠকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন দ্রুত শুরু করতে একমত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও মিয়ানমারের স্টেট কাউন্সেলরের দফতরের মন্ত্রী চ টিন্টের মধ্যে প্রত্যাবাসনবিষয়ক আলোচনাকে আরও এগিয়ে নিতে একটি হটলাইন চালু করা হয়েছে। চার দিনের মিয়ানমার সফর শেষে বাংলাদেশ প্রতিনিধি দল আজ ঢাকার উদ্দেশে রওয়ানা হবে।

সর্বশেষ খবর