সোমবার, ১৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

রিমান্ড শেষে শহিদুল আলম কারাগারে

নিজস্ব প্রতিবেদক

দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ও আলোকচিত্রী শহিদুল আলমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল তাকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী। আদালত সূত্রে জানা গেছে, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে গ্রেফতার শহিদুল আলমকে রিমান্ড শেষে কারাগারে নেওয়া হয়। এর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে নিয়েছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)। জিজ্ঞাসাবাদের পর গতকাল সন্ধ্যায় শহিদুলকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আরমান আলী। তখন শহিদুলকে ঢাকার মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী কারাগারে পাঠানোর আদেশ দেন। উল্লেখ্য, দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুলকে গত ৫ আগস্ট রাতে তার ধানমন্ডির বাসা থেকে ডিবি আটক করে। পরে তথ্য-প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে পরদিন আদালতের মাধ্যমে তাকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ।

সর্বশেষ খবর