বুধবার, ১৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ও কক্সবাজারে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছে। এর মধ্যে কক্সবাজারের রামুর পানেরছড়া এলাকায় দুজন এবং ঢাকার খিলগাঁও বাজার এলাকায় একজনের মৃত্যু হয়। র‌্যাব বলছে, বন্দুকযুদ্ধে নিহত তিনজনই ইয়াবা ব্যবসায়ী। কক্সবাজারে নিহত নিজাম উদ্দিন (৩১) ও রতন রুদ্র (৩০) বাড়ি চট্টগ্রামের লোহাগড়ায় এবং ঢাকায় নিহত মাজহারুল ইসলাম (৩০) বাড়ি কুমিল্লার হোমনায়। র‌্যাব-৭ কক্সবাজার কার‌্যালয়ের অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, সোমবার গভীর রাতে টেকনাফ থেকে তেলবাহী একটি ট্যাংকলরী করে ইয়াবার বিশাল চালান আসার গোপন খবর ছিল। এ খবরে কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর পানেরছড়া এলাকায় চেক পোস্টে তল্লাশি করা হয়। এ সময় একটি তেলবাহী ট্যাংকলরি চার-পাঁচজন লোক র‌্যাবের চেকপোস্ট অগ্রাহ্য করে পালিয়ে যায়। র‌্যাব সদস্যরা তাদের পিছু নিলে র‌্যাবকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে একপর্যায়ে ট্যাংকলরি রেখে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ট্যাংকলরি তল্লাশি করে নিজাম ও রতনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এ সময় ট্যাংকলরির ভিতর থেকে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, দুটি বিদেশি পিস্তল, দুটি এলজি বন্দুক ও কিছু গুলি উদ্ধার করা হয়। ডিবি পূর্বের ডিসি খন্দকার নুরুন্নবী জানান, গতকাল ভোরে খিলগাঁও বাজারের কাছে সন্ত্রাসীরা জড়ো হচ্ছে। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা ?গুলি ছুড়লে মাজহারুল আহত হয়, বাকিরা পালিয়ে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। এদিকে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, সোমবার রাতে কদমতলী ধলেশ্বর এলাকায় ১৫-১৬ জন ডাকাত জড়ো হচ্ছে। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ককটেল ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে শাহিন ও মাসুম নামে দুজন গুলিবিদ্ধ হয়। পরে আহত দুজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাদের পঙ্গু হাসাপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের দুজনেরই পায়ে গুলি লাগে। এ ঘটনায় ওই দুজনসহ মোট পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ১২টি ককটেল, চাপাতি ও শাবল উদ্ধার করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর