বুধবার, ১৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

পিয়াজ দুই মাসে দ্বিগুণ দাম

নিজস্ব প্রতিবেদক

পিয়াজ দুই মাসে দ্বিগুণ দাম

মাত্র দুই মাসের ব্যবধানে পিয়াজের দাম বেড়েছে দ্বিগুণ। অথচ দাম বাড়ার যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছেন না কেউ। কোরবানির ঈদ সামনে রেখে এই পণ্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। মাত্র এক সপ্তাহের ব্যবধানেই পিয়াজের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ৭ টাকা। অথচ বাংলাদেশে প্রধান পিয়াজ রপ্তানিকারক দেশ ভারত পিয়াজের মূল্য গত সপ্তাহে কমিয়েছে। এই সব কারণে ব্যবসায়ীদের কারসাজিতেই পিয়াজের দাম বাড়ছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। আর ব্যবসায়ীরা বলছেন, দেশে উৎপাদন কম হওয়ায় সরবরাহ কম। চাহিদা বেশি হওয়ায় দাম কিছুটা বেড়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অবশ্য বলেছেন ঈদের পর পিয়াজের দাম কমে যাবে।

সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, গত জুনের শুরুতে ঢাকার বিভিন্ন বাজারে প্রতিকেজি দেশি পিয়াজ ৩৪ এবং ভারতীয় পিয়াজ ২৫ টাকায় বিক্রি হয়েছে। অথচ গতকাল ঢাকার বিভিন্ন খুচরা বাজারে প্রতিকেজি দেশি পিয়াজ ৬০ এবং ভারতীয় পিয়াজ বিক্রি হয়েছে ৪০ থেকে ৪৫ টাকায়। কোনো কোনো এলাকায় দেশি পিয়াজ ৬৫ টাকায়ও বিক্রি হতে দেখা গেছে। এদিকে রাজধানীর কাওরানবাজার, কাপ্তানবাজার, চট্টগ্রামের খাতুনগঞ্জসহ দেশের বিভিন্ন পাইকারি আড়তে খোঁজ নিয়ে কোথাও পিয়াজের সংকটের কোনো তথ্য পাওয়া যায়নি। আমদানি পর্যায়েও কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন আমদানিকারকরা। ফলে এটা কিছু মুনাফালোভী অসৎ ব্যবসায়ীর কারসাজি বলে মনে করেন রসুন পিয়াজ ব্যবসায়ীর নেতারা। এদিকে ভারতও পিয়াজের রপ্তানি মূল্য কমিয়েছে গত সপ্তাহে। অথচ বাংলাদেশের বাজারে এর কোনো প্রভাব পড়ছে না। জানা গেছে, পিয়াজের বাজারমূল্য ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ২০১৬ সালে রোজার আগে সরকার পিয়াজের ওপর থেকে আমদানি শুল্ককর প্রত্যাহার করে নেয়। এরপর আর শুল্ককর সংযোজন হয়নি। তবে অতিরিক্ত লাভ করতে গিয়ে বিক্রেতাদের সিন্ডিকেট হঠাৎ করে অস্বাভাবিক হারে পিয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। ভারত থেকে প্রতি টন পিয়াজ আমদানি হচ্ছে ২০৫ মার্কিন ডলারে। বাংলাদেশি টাকায় যা ১৭ হাজার ২০০ টাকা। সেই হিসাবে কেজিপ্রতি আমদানি খরচ পড়ছে ১৮ টাকা। এলসি খরচসহ অন্যান্য খরচ মিলিয়ে বেনাপোল স্থলবন্দর পর্যন্ত পিয়াজ পৌঁছতে খরচ পড়ছে কেজিপ্রতি ২০ টাকা। অথচ আমদানি করা পিয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজিতে। আর খুচরা বাজারে এসে বাড়ছে আরও অন্তত ৫ টাকা। এতে ৪০ টাকার নিচে কোনো পিয়াজই পাওয়া যাচ্ছে না বর্তমানে বাজারে।

সর্বশেষ খবর