বুধবার, ১৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ভোট বানচালের চক্রান্তে বিএনপি : কাদের

নোয়াখালী প্রতিনিধি

বিএনপির বিরুদ্ধে নির্বাচন বানচালের চক্রান্তের অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল নিজ নির্বাচনী এলাকায় এক অনুষ্ঠানে এই অভিযোগ তুলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আন্দোলনে বার বার ব্যর্থ হয়ে বিএনপি এখন চক্রান্ত শুরু করে দিয়েছে। তাদের কেউ বলে নির্বাচনে যাবে, কেউ বলে নির্বাচন প্রতিহত করবে। তারা নির্বাচন বানচালের চক্রান্ত করছে। আমি বলতে চাই জনগণ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। নির্বাচন বানচালের যে কোনো চক্রান্ত জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব। মন্ত্রী কবিরহাট পৌর হলে কবিরহাট উপজেলা ও পৌর আওয়ামী লীগ কর্তৃক জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে একটি বিপণিবিতান উদ্বোধন করেন। দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংলাপ নিয়ে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের করা মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার হবে আর দুই মাসও বাকি নেই এখন কিসের সংলাপ? কেন সংলাপ?

সংলাপ যদি তারা চাইত তাহলে ২০১৪ সালের ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন, বেগম খালেদা জিয়া কত নোংরা বিশ্রি ভাষায় প্রধানমন্ত্রীকে প্রত্যাখ্যান করেছেন। তারা তো সংলাপ চায় না, সংলাপ যদি তারা চাইত, যদি কর্ম সম্পর্ক চাইত তাহলে সেদিন সন্তানের মৃত্যুতে শোক প্রকাশ করার জন্য বাড়িতে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সঙ্গে এত নিষ্ঠুর অপমানজনক আচররণ করতেন না। দরজা বন্ধ করে দিয়ে ভিতরে মওদুদ আহমদসহ সব নেতাই ছিলেন। সেদিন ওই দরজা বন্ধ করে দিয়ে সংলাপের দরজাটা তারা বন্ধ করে দিয়েছেন। নিরাপদ সড়ক আন্দোলনে গুজব ছড়ানো প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘গুজব গণতন্ত্রের শত্রু। গুজব যারা ছড়ায় তারাই এদেশে গণতন্ত্র চায় না। তারা ক্ষমতা চায়। বিএনপি হচ্ছে ক্ষমতার পাগল। এ সময় জেলা প্রশাসক তন্ময় দাশ, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ বিপিএম, পিপিএম-সেবা, কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন্নাহার শিউলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, ও নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্লাহ খান সোহেল উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর