বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অপহূত, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। অপহরণকারীরা তার পরিবারের কাছে ফোন করে মুক্তির জন্য ১০ লাখ টাকা দাবি করেছে। মঙ্গলবার থেকে তাকে খুঁজে না পেয়ে গতকাল সকালে অপহূত এনামুল হক ওলেনের (২৩) মা ফাতেমা বেগম বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অপহূত শিক্ষার্থী ওলেনের বাসা মোহাম্মদপুর নবীনগরে। নিয়ম অনুযায়ী মোহাম্মদপুর থানায় জিডি হওয়ার কথা। রাত দুইটার দিকে অপহূতের মা থানায় আসায় মানবিক কারণেই আমরা তার অভিযোগ নিয়েছি। সর্বশেষ অপহূত এবং অপহরণকারীদের অবস্থান মুন্সীগঞ্জে আমরা জানতে পেরেছি। তিনি আরও বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এরই মধ্যে থানার একটি টিম মুন্সীগঞ্জে পাঠানো হয়েছে। জানা গেছে, ওলেনের বাবা নিজাম উদ্দীন আবুধাবী প্রবাসী। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মোহাম্মদপুরের নবীনগরে বসবাস করেন ওলেন। গত মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ে এলেও বাসায় আর ফিরেননি। গতকাল অপহূতের ভাই আজহার উদ্দীন এ প্রতিবেদককে বলেন, ওলেনের সঙ্গে কারও দ্বন্দ ছিল এমন কোনো তথ্য তাদের জানা নেই। সম্ভাব্য সব জায়গায় আমরা খোঁজ করেও তার কোনো সন্ধান পাইনি। আমাদের যে নম্বর থেকে কল করা হয়েছিল সে নম্বর পুলিশকে দিয়েছি।

সর্বশেষ খবর