বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

শাহ আমানত থেকে দেড় কোটি টাকার সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২টি  সোনার বার জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে সোনার বারগুলো উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। গতকাল সকাল ৭টা ৫৫ মিনিটে উদ্ধার ২৪ ক্যারেটের সোনার বারগুলোর মোট ওজন ৩ কেজি ৭৩০ গ্রাম ও আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা বলে জানা গেছে। বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে বিমান অবতরণের আগেই শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন স্থানে অবস্থান নেন। বিমানটি অবতরণের পরপরই একটি টিম বিমানের ভিতরে গিয়ে অবস্থান গ্রহণ করেন। পরিস্থিতি টের পেয়ে অজ্ঞাত কোনো অবৈধ সোনাপাচারকারী ব্যাগটি ফেলে বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা মালিকবিহীন ব্যাগটি উদ্ধার করেন এবং ৩২টি সোনার বার জব্দ করা হয়।

সর্বশেষ খবর