শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

লাঞ্ছিত হওয়ায় সড়কে অবস্থান এমপির

যুবলীগ নেতাকে গ্রেফতার দাবি

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় আওয়ামী লীগের দুই পক্ষের হট্টগোলে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান পণ্ড হওয়ার পর যুবলীগ নেতা আবদুল ওয়াহেদ বাহাদুরকে গ্রেফতারের দাবিতে সাড়ে তিন ঘণ্টা সড়কে অবস্থান করেন স্থানীয় এমপি গোলাম মোস্তফা। নীলফামারী-৩ আসনে আওয়ামী লীগদলীয় এই এমপির অভিযোগ, যুবলীগ নেতা ওয়াহেদ বাহাদুর তাকে ‘অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত’ করেছেন। নিজের ওপর হামলার প্রতিবাদ এবং ওয়াহেদ বাহাদুরকে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এমপি গোলাম মোস্তফা ও তাঁর সমর্থকরা। বুধবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টা থেকে রাত ১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তিনি। এরপর এমপি চলে গেলেও গতকাল বেলা ১১টা পর্যন্ত তার সমর্থকরা সড়কে অবস্থান অব্যাহত রাখেন। ফলে জলঢাকা, রংপুর, নীলফামারী, ডোমার, ডিমলা ও পঞ্চগড় সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। গোলাম মোস্তফা বুধবার রাতে যুবলীগ নেতা ওয়াহেদ বাহাদুরকে গ্রেফতারের দাবিতে জেলার জলঢাকা শহরের জিরো পয়েন্টে সড়কের ওপর অবস্থান নেন। তখন তার সমর্থকরা জলঢাকা থেকে রংপুর, নীলফামারী, ডোমার, ডিমলা ও পঞ্চগড় সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এ সময় এমপি বলেন, ‘জাতীয় শোক দিবসের দিন সন্ধ্যায় জিরো পয়েন্টে উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর চলছিল। অধ্যাপক আবদুল গফফারের সভাপতিত্বে উন্মুক্ত আলোচনা সভায় আমার বক্তব্য চলাকালে জলঢাকা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবদুল ওয়াহেদ বাহাদুর বক্তব্য প্রদানে বাধা দিয়ে আপত্তিকর কথা বলতে থাকেন।’ তিনি বলেন, ‘এক পর্যায়ে আমার ওপর হামলার চেষ্টা চালালে উপস্থিত লোকজন ও পুলিশ আমাকে রক্ষা করে।’ এরপর ওই যুবলীগ নেতার গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ করেন তিনি। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রুহুল আমিন বলেন, ‘আমরা এমপি গোলাম মোস্তফার নিরাপত্তায় পুলিশি পাহারা দিয়েছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’ গোলাম মোস্তফা দশম সংসদ নির্বাচনে প্রথমবারের মতো জলঢাকা-কিশোরগঞ্জ (আংশিক) উপজেলা নিয়ে গঠিত নীলফামারী-৩ আসনে এমপি নির্বাচিত হন। যুবলীগ নেতা আবদুল ওয়াহেদ বাহাদুরও আগামী নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান।

সর্বশেষ খবর