শিরোনাম
শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

কড়া নিরাপত্তায় আজ থেকে শুরু পশুর হাট

নিজস্ব প্রতিবেদক

কড়া নিরাপত্তায় আজ থেকে শুরু পশুর হাট

ঢাকায় প্রতিদিনই আসছে গরু —বাংলাদেশ প্রতিদিন

কোরবানির ঈদের বাকি আছে আর মাত্র ৪ দিন। আজ থেকে রাজধানীতে বসছে পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই রাজধানীর ২৫টি হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। আর এসব পশুর হাটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি গরুর হাটে ওয়াচ টাওয়ার বসিয়েছে পুলিশ। জাল টাকা শনাক্তে হাটে হাটে বসানো হয়েছে জাল টাকা শনাক্তকরণ মেশিন। হাসিল আদায়ের হারও টাঙানো হয়েছে। কেউ যেন চাঁদাবাজি বা অবৈধ কোনো কর্মকাণ্ড করতে না পারে সেজন্য পুলিশ-র‌্যাব টহল শুরু করেছে। নির্ধারিত সীমানার বাইরে হাট না বসানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়ে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মোটা অঙ্কের টাকা বহনকারীরা যেন পুলিশের সহযোগিতা নেন। হয়রানি ছাড়া ক্রেতারা যেন গরু কিনে নির্বিঘ্নে বাসায় ফিরতে পারেন এবং গরু কেনার ক্ষেত্রে ক্রেতারা যেন প্রতারকদের খপ্পরে না পড়েন সে দিকে লক্ষ্য রাখা হচ্ছে। গরুর হাটসহ বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কোরবানির পশুর হাটে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সম্প্রতি বলেছেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া মহাসড়কে কোরবানির পশুবাহী ট্রাক থামানো যাবে না। নির্ধারিত ঘাট ব্যতীত কোরবানির পশু উঠানামা রোধ, পশুরহাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, হাসিল হার প্রদর্শন, নির্ধারিত হারের অতিরিক্ত হাসিল আদায় না করা, কোরবানির পশু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কোরবানির পশু পরিবহণে ব্যবহূত নৌপথ ও সড়কপথে চাঁদাবাজি রোধে পুলিশ ও অন্যান্য সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবে। পরিবহনের গায়ে উৎসস্থল ও গন্তব্যস্থরের নাম সম্বলিত ব্যানার সংযুক্ত করতে হবে। আইজিপি আরও বলেন, কোরবানির পশুর কৃত্রিম সংকটকারী, অতিরিক্ত হাসিল আদায়কারীসহ পশুর হাটের আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত হয়। চামড়া যাতে সীমান্তমুখী না হয় সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হয়েছে।

সর্বশেষ খবর