শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ব্যাংকে সাইবার হামলায় সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে ফের হতে পারে ব্যাংকে সাইবার হামলা। আন্তর্জাতিক সাইবার হ্যাকার গ্রুপ দেশের ব্যাংকিং খাতে বড় ধরনের আক্রমণ করে হাতিয়ে নিতে পারে অর্থ। এমন আশঙ্কায় বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংককে বিশেষ সতর্কতা জারি করে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। গতকাল বাণিজ্যিক ব্যাংকগুলোর নির্বাহীদের কাছে এমন নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে। নির্দেশনায় দেশের সব বাণিজ্যিক ব্যাংককে প্রযুক্তিগত নিরাপত্তা বাড়াতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের জিএম লীলা রশিদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘আমাদের পাশের দেশের ব্যাংকিংব্যবস্থায় হ্যাকিংয়ের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের খবর প্রকাশিত হয়েছে। এ ক্ষেত্রে সাইবার অপরাধীরা পেমেন্ট সিস্টেমস হ্যাক করে দেশের ভিতরে ও বাইরে থেকে এ অর্থ হাতিয়ে নেয়। উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশও এ ধরনের সাইবার সিকিউরিটি ও হ্যাকিংসংক্রান্ত নিরাপত্তা হুমকিতে রয়েছে। এ অবস্থায় সম্ভাব্য সাইবার আক্রমণের ঝুঁকি মোকাবিলায় ব্যাংকের তথ্যপ্রযুক্তিব্যবস্থার নিরাপত্তা বাড়াতে হবে।’ নির্দেশনায় উল্লেখ করা হয়, সাইবার নিরাপত্তা বিষয়ে নিবিড় তদারকি নিশ্চিত করার মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। চিঠিতে আরও বলা হয়েছে, প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে বাংলাদেশ ব্যাংকের তথ্য নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ব্যাংকের সার্বিক প্রযুক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নজর রাখতে হবে। কোনো ধরনের ঝুঁকি বা সন্দেহজনক কিছু মনে হলে তত্ক্ষণাৎ পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর