শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
কৃষি সংবাদ

শ্রীমঙ্গলে বর্ষায় টমেটো চাষ

দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল

শ্রীমঙ্গলে বর্ষায় টমেটো চাষ

টমেটো শীতকালীন সবজি হলেও এখন বর্ষাকালেও চাষ হচ্ছে।

ফলনও হচ্ছে ভালো। আর বিক্রি করে মিলছে অধিক মূল্য। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এই বর্ষায় টমেটো চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন উপজেলার খোয়াশপুর গ্রামের কৃষক মো. আলী হোসেন। তার জমিতে উৎপাদিত টমেটো দেখে উৎসাহী হয়ে উঠেছেন এলাকার অন্য কৃষকরাও। স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, মূলত শীতকালের সবজি টমেটো। কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র থেকে বন বেগুনের সঙ্গে গ্রাফটিং করে বারি-৪ ও ৮ হাইব্রিড টমেটোর চারা উদ্ভাবন করে। যেগুলো শেড বা মালচিং পদ্ধতিতে বর্ষাকালে চাষ করা যায়। কৃষক মো. আলী হোসেন বলেন, তিনি এ বছর কৃষি অফিসের পরামর্শে শেড পদ্ধতিতে ৬ শতক জমিতে বারি-৮ হাইব্রিড টমেটোর চাষ করেছেন। তিনি কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে জমি প্রস্তুত করে মে মাসে চারা রোপণ করেছেন। জুন মাসে গাছে ফুল এসেছে। জুলাই থেকে টমেটো বিক্রি শুরু করেছেন। তিনি প্রতি শতকে ১২০টি চারা রোপণ করেছেন। একেকটি গাছে তিন কেজির মতো ফল ধরেছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাস পর্যন্ত ফসল উত্তোলন করতে পারবেন। প্রতি কেজি টমেটো ১২০ টাকা দরে বিক্রি করছেন। এতে খরচ বাদ দিয়ে অনেক বেশি লাভ হচ্ছে। শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি বলেন, বর্ষাকালে শেড পদ্ধতিতে টমেটো চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন।

এ পদ্ধতিতে টমেটো চাষ করতে হলে প্রথমে জমি প্রস্তুত করে বেড তৈরি করতে হবে। বেডের প্রস্থ হবে এক মিটার। এক বেড থেকে আরেক বেডের মধ্যে ৩০ সেন্টিমিটার ফাঁকা রাখতে হবে। পরে বেডের ওপরে সাদা পলিথিন দিয়ে শেড দিতে হবে। এই শেড অতিরিক্ত বৃষ্টি ও রোদের তাপমাত্রা থেকে টমেটো গাছ রক্ষা করবে।

সর্বশেষ খবর