Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৭ আগস্ট, ২০১৮ ২৩:০০
দৃষ্টি বদলাচ্ছে ধর্মীয় দলগুলোর
সরকার অবশ্যই এর ফল পাবে
—— মাওলানা মাহফুজুল হক
নিজস্ব প্রতিবেদক
সরকার অবশ্যই এর ফল পাবে

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, ভালো-মন্দ দুটির প্রভাব আছে। বর্তমান সরকার মন্ত্রিসভায় দাওরায়ে হাদিসের মান দেওয়ার বিষয়টি অনুমোদন দেওয়ায় অনেক ভালো কাজ করেছেন। আগামী নির্বাচনে অবশ্যই এর ফল পাবেন। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলোচনায় একথা বলেন তিনি। মাওলানা মাহফুজুল হক বলেন, দেরি করে হলেও বর্তমান সরকার দাওরায়ে হাদিসের মান দেওয়ার বিষয়টি মন্ত্রী পরিষদে অনুমোদন করায় শায়খুল হাদীসের দাবি বাস্তবায়ন হলো। মান দেওয়ার বিষয়টি সংসদে পাস হলে জাতি নানাভাবে উপকৃত হবে। এ দাবি আদায়ে উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক (রহ.) পাঁচ দিন মুক্তাঙ্গনে অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভা যে অনুমোদন দিয়েছেন তা ইতিহাস হয়ে থাকবে। বিশেষত কওমি মাদ্রাসার অনুসৃত মূলনীতি অক্ষুণ্ন রাখা এবং কোনো রকম প্রশাসনিক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ থেকে মুক্ত রেখে মান প্রদানের ব্যবস্থা এগিয়ে নেওয়ার প্রশ্নটিতে প্রধানমন্ত্রী পরিপূর্ণ সমর্থন ও সহযোগিতার হাত সম্প্রসারিত করেছেন। দোয়া করি তার আন্তরিক পদক্ষেপের সু-প্রতিদান তিনি আল্লাহ তায়ালার কাছে লাভ করবেন এবং দেশের অসংখ্য নবীন-প্রবীণ আলেমের দোয়া ও ভালোবাসা তিনি পাবেন। তিনি বলেন, এ সিদ্ধান্ত যুগান্তকারী এবং ঐতিহাসিক। এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে বাংলাদেশের কোরআনি শিক্ষা এবং কওমি অঙ্গনের অসংখ্য ছাত্র-ছাত্রী উপকৃত হবে এবং দ্বীনি তালিম, দাওয়াত, শিক্ষা বিস্তার, জাতির মানবিক ও নৈতিক সেবার ক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ মান প্রদানের বিষয়টি অনেক আনন্দদায়ক ও খুশির। এর ফলে কওমি শিক্ষার্থীদের দ্বীনি খেদমতের পরিধি আরও বিস্তৃত হবে। ওলামায়ে কেরাম মন্ত্রিসভায় অনুমোদিত আইন দ্রুতসময়ের মধ্যে সংসদে পাসের মাধ্যমে তা চূড়ান্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই পাতার আরো খবর
up-arrow