শনিবার, ১৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
দৃষ্টি বদলাচ্ছে ধর্মীয় দলগুলোর

লাভবান হবে কিনা এখনই বলা যায় না

—— মুফতি ওয়াক্কাস

নিজস্ব প্রতিবেদক

লাভবান হবে কিনা এখনই বলা যায় না

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মুফতি ওয়াক্কাস বলেছেন, কওমি সনদের স্বীকৃতিতে সরকার রাজনৈতিকভাবে লাভবান হবে কিনা, সেটা এত দ্রুত বলা যাবে না। কারণ এ সরকারের ব্যাপারে আলেম ওলামা এবং ইসলামপ্রেমী জনগণের মধ্যে সংশয় রয়েছে। তার হেতু খুঁজে বের করে যদি তারা সঠিক পদক্ষেপ নিতে পারে, তাহলে তাদের কিছু লাভ হতেও পারে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপচারিতায় একথা বলেন তিনি। মুফতি ওয়াক্কাস আরও বলেন, কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান প্রদানের দাবি আজকের নয়, দীর্ঘদিনের। আমরা চেয়েছি শর্তহীনভাবেই স্বীকৃতি দিতে হবে। সরকার বলছে, তারা শর্তহীনভাবেই দিচ্ছে। আশাকরি এতে কোনো নড়চড় হবে না। ইসলামী সংগঠনগুলি রাজনৈতিকভাবে লাভবান হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা কখনোই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কিংবা ফায়েদার জন্য স্বীকৃতি চাইনি। আমরা ধর্মীয় ও সামাজিক দিক থেকে কওমি শিক্ষার স্বীকৃতি চেয়েছি। আমরা বিশ্বাস করি কোরআন-হাদিসভিত্তিক ইসলামিয়াত শিক্ষায় জেনারেল লাইনের শিক্ষার্থীদের তুলনায় কওমি শিক্ষার্থীরা মেধায় অনেক এগিয়ে। সে কারণেই আমরা কওমি শিক্ষার স্বাতন্ত্র্য ও স্বকীয়তা বজায় রেখে কোনোরকমের সরকারি নিয়ন্ত্রণমুক্ত স্বীকৃতি চেয়েছি। সরকার আমাদের এই দাবি মেনে নেওয়ার কথা বলছেন, আমরাও তাদের কথায় আস্থা রাখতে চাই। কিন্তু এর কোনোরূপ ব্যত্যয় হলে নিশ্চয়ই কওমি অঙ্গন ভেবে দেখবে। এখন সংসদের আসন্ন অধিবেশনে এ স্বীকৃতি কার্যকর করা হবে, সেই আশা রাখছি।

সর্বশেষ খবর