শনিবার, ১৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
দৃষ্টি বদলাচ্ছে ধর্মীয় দলগুলোর

আলেমদের মন জয় করেছে সরকার

—— মাওলানা হাসানাত আমিনী

নিজস্ব প্রতিবেদক

আলেমদের মন জয় করেছে সরকার

ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, কওমি সনদের স্বীকৃতি দিয়ে সরকার প্রাথমিকভাবে আলেম-ওলামা ও কওমি শিক্ষার্থীদের মন জয় করেছে। আইনটি জাতীয় সংসদে পাস হলে সরকারের ব্যাপারে ইসলামপ্রিয় জনতার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসবে। নির্বাচনে একটি বড় প্রভাব পড়বে এবং সরকার এর সুফল লাভ করবে। নির্বাচনের আগে কওমি সনদের স্বীকৃতি দেওয়াতে আগামী নির্বাচনে ভোটে কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে গতকাল বাংলাদেশ প্রতিদিনকে একথা জানান তিনি। দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দিয়ে মন্ত্রিসভায় আইন অনুমোদন করায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে মাওলানা আবুল হাসানাত আমিনী বলেন, যে কোনো ভালো কিংবা মন্দ দুটো কাজেরই ক্রিয়া-প্রতিক্রিয়া আছে। কওমি মাদ্রাসা আদর্শ নাগরিক তৈরির প্রাণকেন্দ্র। কওমি সনদের সরকারি মান কওমি শিক্ষার্থীদের ন্যায্য দাবি। প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সেই দাবি এখন বাস্তবায়নের চূড়ান্ত ধাপে উপনীত। সরকার আইনের খসড়া অনুমোদন করে কওমি ওলামায়ে কেরাম ও শিক্ষার্থীদের দাবির প্রতি আন্তরিকতার প্রতিফলন ঘটিয়েছেন। আগামী সংসদ অধিবেশনে আইনটি পাস হবে বলে আমরা আশাবাদী।

সর্বশেষ খবর