শনিবার, ১৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

কওমির স্বীকৃতি প্রদানে রাজধানীতে বেফাকের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (তাকমিল)-এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি)-এর সমমান দিয়ে আইন পাস করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)। গতকাল বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে শেষ হয়। বেফাকের সহ-সভাপতি মুফতি ফয়জুল্লাহ প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। সময়োপযোগী পদক্ষেপ ও হেকমতপূর্ণ মেহনতের ফলশ্রুতিতেই এ সাফল্য আজ চূড়ান্ত বাস্তবতার আলো দেখতে পাচ্ছে। মুফতি ফয়জুল্লাহ বলেন, কওমি সনদের সমমানের এ অবিস্মরণীয় প্রাপ্তির পেছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস, বহু মনীষী ও ব্যক্তিত্বের সীমাহীন মেহনত, রাজপথের রক্ত ঝরানো বহু আন্দোলন, সংগ্রাম, অসংখ্য আল্লাহ প্রেমিকের অশ্রু, ঘাম, রক্ত ও আল্লাহর দরবারে অহর্নিস কান্নাকাটি। ঐতিহাসিক এ দিনে প্রত্যেকের অবদান ও ভূমিকাকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও গর্বের সঙ্গে স্মরণ করছি। বেফাক মহাপরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সহকারী মহাসচিব মাওলানা নুরুল আমীন, মজলিসে আমেলার সদস্য মুফতি তৈয়্যব হোসাইন প্রমুখ। মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী বলেন, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম ও শিক্ষার্থীরা এ দেশের সুনাগরিক। তারা নিঃস্বার্থভাবে দেশ ও জাতির খেদমত করছে।

সর্বশেষ খবর