শনিবার, ১৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

হোটেল থেকে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ মাইনুদ্দীন প্রকাশ শাহরিয়ার শুভ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে নগরীর খুলশী থানাধীন ফয়েস লেক এলাকার লেকভিউ আবাসিক হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুভর কথিত স্ত্রী ডা. রোকসানা আক্তার পপি নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শুভ ছাগলনাইয়া উপজেলার ৯ নম্বর শুভপুর ইউপির ১ নম্বর ওয়ার্ড বালিরচর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। রাজনীতির পাশাপাশি ব্যবসাও করতেন। সিএমপির উপ-কমিশনার (উত্তর) ওয়ারিশ আহমেদ বলেন, ‘মাইনুদ্দীনের লাশ উদ্ধারের পর তদন্তে নামে পুলিশ। এরই মধ্যে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

খুলশী থানার ওসি শেখ নাছের বলেন, মাইনুদ্দীন বুধবার রাতে হোটেলে উঠেছিলেন। পরের রাতে তার লাশ পাওয়া গেছে। তাকে জবাই করে হোটেলের কক্ষে ফেলে রাখা হয়েছিল। মাথা এবং শরীর আলাদা পাওয়া গেছে। শুভর বড় ভাই মো. জাফর বলেন, একটি মেয়ের সঙ্গে আমার ভাইয়ের সম্পর্ক ছিল। মেয়েটি বৃহস্পতিবার চীন থেকে দেশে আসে। তাকে শুভ ঢাকা বিমানবন্দরে রিসিভ করে চট্টগ্রামে আসে। পরিকল্পিতভাবে তাকে হোটেলে এনে হত্যা করেছে ওই মেয়ের পরিবারের লোকজন।

একাধিক সূত্রে জানা যায়, শুভ ও পপির মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। কয়েক বছর আগে তারা গোপনে বিয়ে করেন। কিন্তু পপির পরিবার এ বিয়ে মেনে নেয়নি। তারা পপিকে জোর করে তালাক করিয়ে নেয়। পরে দেড় বছর আগে লেখাপড়ার জন্য পপিকে চীন পাঠিয়ে দেওয়া হয়। চীনে থাকাকালে পপি মীরসরাই এলাকায় আরেক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে পপির সঙ্গে শাহরিয়ার শুভর বিরোধ শুরু হয়।

সর্বশেষ খবর