রবিবার, ১৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
ঈদে তৎপর তিন চক্র

অজ্ঞান পার্টির ৫৭ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন স্থান থেকে অজ্ঞান পার্টির ৫৭ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৫৫৩টি চেতনানাশক ট্যাবলেট, ৭ কৌটা মলম ও ৭ বোতল বিষ মেশানো পানীয় জব্দ করা হয়। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) আবদুল বাতেন। 

তিনি বলেন, অজ্ঞান পার্টির সদস্যরা বিভিন্ন উৎসব সামনে রেখে বেপরোয়াভাবে কার্যক্রম চালায়। বিভিন্ন বাসযাত্রীকে অচেতন করে তাদের অর্থ হাতিয়ে নেয়। এই অজ্ঞান পার্টির তৎপরতা ঈদের সময় আরও বেড়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, প্রথমে তারা কোনো ব্যক্তিকে টার্গেট করে সখ্য স্থাপন করে। এরপর তাদের অন্য সদস্যরা টার্গেট করা ব্যক্তি ও তাদের সদস্যকে ট্যাবলেট মেশানো খাবার খেতে ডাকে। খেতে রাজি হলে তাকে ট্যাবলেট মেশানো খাবার খাওয়ায় আর নিজেরা সাধারণ খাবার খায়। খাবার খাওয়ার পর ওই ব্যক্তি অচেতন হলে তারা তার মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায়। এ ক্ষেত্রে অজ্ঞান পার্টির সদস্যরা খাবারে চা, কফি, জুস, ডাবের পানি, পান, ক্রিম জাতীয় বিস্কিট ইত্যাদি ব্যবহার করে।

সর্বশেষ খবর