রবিবার, ১৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
ঈদে তৎপর তিন চক্র

জাল ৭৫ লাখ টাকাসহ গ্রেফতার ৮

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর লালবাগ থেকে ৭৫ লাখ জাল টাকা ও জাল টাকা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরা হলেন কাউসার হামিদ, আলাউদ্দিন, নজরুল ইসলাম, মোস্তফা, সোহেল, মজিবর রহমান ওরফে বাদশা, সজীব হোসেন ও সালেহা বেগম। গতকাল রাতের অভিযানে জাল টাকা ছাড়াও একটি ল্যাপটপ, দুটি কালার প্রিন্টার, টাকা তৈরির বিভিন্ন কাগজ, প্রিন্টার কালি, স্ক্রিন বোর্ড ও জাল টাকায় ব্যবহৃত ফয়েল পেপার উদ্ধার করা হয়। গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন বলেন, জাল টাকা তৈরির মূল হোতা কাউসার। তিনি এবং তার অন্যতম সহযোগী আলাউদ্দিনসহ লালবাগের ৪ নম্বর এমসি রায় লেনের একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে জাল টাকা তৈরি করে আসছেন। সজীব ও সালেহা জাল টাকা তৈরির কাগজে জল ছাপ নিরাপত্তা সুতা স্থাপন করে থাকেন। কাউসার তার বড় ভাইয়ের সঙ্গে জাল টাকা তৈরি করতেন।

পরে ২০০৪ সাল থেকে নিজেই জাল টাকা তৈরির সরঞ্জামাদি কিনে ব্যবসা করতেন। ইতিপূর্বে তিনি একাধিকবার জাল টাকা ও তৈরির সরঞ্জামাদিসহ গ্রেফতার হয়েছেন। তারা জাল টাকা তৈরি করেন বড় কোনো উৎসব যেমন ঈদ, দুর্গাপূজা ইত্যাদি অনুষ্ঠানকে টার্গেট করে। পরে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তাদের সহযোগীদের মাধ্যমে জাল টাকা সরবরাহ করেন এবং বিক্রি করেন। উৎপাদকের এক লাখ টাকা তৈরি করতে খরচ হয় প্রায় ১০ হাজার টাকা। পরবর্তী সময়ে তারা পাইকারি বিক্রেতার কাছে ১ লাখ টাকা ১৪-১৫ হাজার টাকায় বিক্রি করেন। পাইকারি বিক্রেতা প্রথম খুচরা বিক্রেতার কাছে বিক্রি করেন ২০-২৫ হাজার টাকায়, প্রথম খুচরা বিক্রেতা দ্বিতীয় খুচরা বিক্রেতার কাছে বিক্রি করেন ৪০-৫০ হাজার টাকায় এবং দ্বিতীয় খুচরা বিক্রেতা মাঠপর্যায়ে সেই টাকা সমমূল্যে অর্থাৎ আসল এক লাখ টাকায় বিক্রি করেন। মাঠপর্যায়ে কর্মীরা বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্য কিনে এই জাল নোট বাজারে বিস্তার করে থাকেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর