রবিবার, ১৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কুইক অ্যাকশন প্ল্যান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গণপরিবহন ও ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, শৃঙ্খলা আনয়ন এবং ত্রুটি নিরূপণ করতে কুইক অ্যাকশন প্ল্যান জমা দিতে বলা হয়েছে সেবা সংস্থাগুলোকে। গতকাল প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের একটি দল সড়ক পরিদর্শন শেষে এ নির্দেশনা দেয়। রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর থেকে সড়ক পরিদর্শন শুরু করে দলটি। পরিদর্শনকালে তারা উত্তরা থেকে বিমানবন্দর হয়ে দক্ষিণ সিটির নগর ভবন পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়ক সরেজমিন ঘুরে দেখেন। কর্মকর্তারা আবদুল্লাহপুর, বিমানবন্দর, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ ও টিএসসি হয়ে দক্ষিণ নগর ভবনে যান। সেখানে উপস্থিত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তারা। পরিদর্শন বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রাজধানীর রাস্তায় শৃঙ্খলা ফেরাতে আমরা বেশ কয়েকটি পয়েন্ট পরিদর্শন করেছি। কোনো কিছু দেখেশুনে বিশ্বাস করাকে আমি যৌক্তিক মনে করি। তাই রাস্তায় নেমে সমস্যা বোঝার চেষ্টা করেছি। পরিদর্শন শেষে সড়ক ব্যবস্থাপনায় স্বস্তি ফিরিয়ে আনতে অগ্রাধিকার ভিত্তিতে জরুরি বিষয়গুলো আমরা লিপিবদ্ধ করেছি। সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোও এই কার্যক্রমের সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, এই পরিদর্শন শেষে ২৪ ঘণ্টার মধ্যে কুইক অ্যাকশন প্ল্যান সেবা সংস্থাগুলোকে জমা দিতে বলা হয়েছে। এর সঙ্গে সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন। সমন্বয়ের তাগিদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানের নেতৃত্বে একটা ওয়ার্কিং টিম গঠন করা হয়েছে।  পরিদর্শনকারী দলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. খলিলুর রহমান ও মহাপরিচালক-১ গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) মোহাম্মদ সালাহ উদ্দিন, আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. খলিলুর রহমান এই পরিদর্শন কাজ সমন্বয়ের দায়িত্বে ছিলেন।

সর্বশেষ খবর