শনিবার, ২৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে এমএন লারমা গ্রুপের কর্মী নিহত

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটি জেলার বাঘাইছড়িতে এমএন লারমা গ্রুপের এক কর্মী দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে। নিহতের নাম মিশন চাকমা (৩২)। বুধবার রাতে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বাঘাইছড়ি উপজেলার জে এস এস (এমএন লারমা) দলের সভাপতি সুরেশ কান্তি চাকমা বলেন, বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলি ইউনিয়নে এমএন লারমা গ্রুপ অর্থাৎ সংস্কারপন্থি এক কর্মী মিশন চাকমার বাড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) উদয় বিকাশ চাকমা ওরফে চিক্কিধন চাকমার নেতৃত্বে একটি দল হানা দেয়। সে সময় মিশন চাকমা  ঘুমিয়ে ছিলেন। ঘরে ঢুকে তার ওপর হামলা শুরু করে। আমরা যতটুকু খবর পেয়েছি প্রায় ঘণ্টাব্যাপী লাঠি দিয়ে আঘাত করে। পরে মিশন চাকমার মৃত্যু নিশ্চিত করতে গুলি করে পালিয়ে যায়। এ বিষয়ে ইউপিডিএফের মুখপাত্র নিরন চাকমা বলেন, এ ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটা তাদের অভ্যন্তরীণ বিরোধ হতে পারে। বাঘাইছড়ি থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মিশন চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সোর্স (সংবাদ সরবরাহকারী) হিসেবে কাজ করতেন। পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে এখনো পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দাখিল করা হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

সর্বশেষ খবর