বুধবার, ২৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

৭-২৮ অক্টোবর ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

৭-২৮ অক্টোবর ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

মা ইলিশ সংরক্ষণের জন্য প্রতি বছরের মতো আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশে ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে। এ সময়টাকে ইলিশের প্রধান প্রজনন মৌসুম বলে ধরা হয়। এ ২২ দিন ইলিশ ধরা ও বিক্রির পাশাপাশি সরবরাহ, মজুদও নিষিদ্ধ করা হয়। এ আদেশ অমান্য করলে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ  দুই বছরের সশ্রম কারাদণ্ড বা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। এ-সংক্রান্ত ফাইল অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।

মত্স্য অধিদফতর সূত্রে জানা গেছে, ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে এ সময় চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, জামালপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, খুলনা, কুষ্টিয়া ও রাজশাহী জেলার সব নদ-নদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে। একইসঙ্গে সমুদ্র উপকূল ও মোহনায়ও ইলিশ ধরা যাবে না। এ ছাড়া দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় নিষিদ্ধ এবং দেশের মাছঘাট, মত্স্য আড়ত, হাটবাজার, চেইন শপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ব্যাপক অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ খবর