শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

১৬ শতাংশ পোশাক কারখানায় নিম্নমানের প্রযুক্তি : সিপিডি

নিজস্ব প্রতিবেদক

দেশে ১৬ শতাংশ পোশাক কারখানায় নিম্নমানের প্রযুক্তির ব্যবহার হচ্ছে। তবে ২১ শতাংশ পোশাক কারখানায় উন্নত প্রযুক্তির ব্যবহার রয়েছে। এ ছাড়া গার্মেন্ট কারখানাগুলোর মালিকানা পরিবারভিত্তিক, যেখানে ৬৫ শতাংশ পোশাক কারখানাই দ্বিতীয় প্রজন্ম পরিচালনা করে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গতকাল রাজধানীর একটি হোটেলে ‘ট্রান্সফরমেশন ইন দ্য আরএমজি সেক্টর ইন পোস্ট রানা প্লাজা পিরিয়ড ফাইন্ডিংস ফরম সিপিডি সার্ভে’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য তুলে ধরে প্রতিষ্ঠানটি। দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারে কয়েকটি সেশনে পোশাক খাতের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সেমিনারে বক্তব্য দেন সিপিডি   চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান, সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, আন্তপার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, বাণিজ্য সচিব শুভাশীষ বসু, এফবিসিসিআইর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ। সিপিডির গবেষণায় দেখা গেছে, দেশের পোশাক কারখানাগুলোয় পারিবারিক প্রাধান্য রয়েছে। ৬৫ শতাংশ গার্মেন্ট কারখানা দ্বিতীয় প্রজন্ম দ্বারা পরিচালিত। রানা প্লাজা দুর্ঘটনার পর দেশে গড়ে ওঠা অতিরিক্ত ১৯ শতাংশ কারখানা এখনো ভাড়া বাড়িতে পরিচালিত হচ্ছে।

সর্বশেষ খবর