শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

পাসপোর্ট অফিসে প্রতারক চক্র গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

পাসপোর্ট ভেরিফিকেশনে পুলিশের এসবি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তারা হলেন— রাকিব মিয়া, কামাল হোসেন ও সজীব। বৃহস্পতিবার বিকালে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহূত মোবাইল ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে। 

পিবিআই ঢাকা মেট্রো সূত্র বলছে, ২০ আগস্ট মহসিন আলম মোল্লা তার মা ও স্ত্রীর জন্য পাসপোর্টের আবেদন করেন। ২৬ আগস্ট এসবির এসআই রফিক পরিচয়ে তাকে ফোন দেওয়া হয়। তার মা এবং স্ত্রীর পাসপোর্টের তদন্তের ফাইল ওই অফিসারের কাছে আছে। তদন্তের জন্য ৩ হাজার টাকা দাবি করেন। পরে ওই অফিসারের বিকাশ নম্বরে তাত্ক্ষণিক এক হাজার ৫৫০ টাকা পাঠিয়ে দেন। ২৭ আগস্ট এসবির এসআই আনোয়ার ফোন দিয়ে মহসিনকে ডাকেন। সেখানে যাওয়ার পর তিনি বুঝতে পারেন, এসবির এসআই রফিক কর্তৃক তিনি প্রতারিত হয়েছেন। এভাবে জাহিদ হোসেন, ফাতেমা ইসলাম, মার্গারেট হাওলাদার ও আতিকুর রহমান বিভিন্ন অঙ্কের টাকা বিকাশ করে প্রতারিত হন। পরে এদের অভিযোগের ভিত্তিতে ওই তিন প্রতারককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকার বিভিন্ন ফটোকপির দোকানদার ও দালালদের কাছ থেকে পাসপোর্ট আবেদনকারীদের প্রতিটি আবেদন ফরমের কপি ২০০-৩০০ টাকার বিনিময়ে সংগ্রহ করত। পরে এসব ফরমে থাকা মোবাইল নম্বরে ফোন করে এসবি কর্মকর্তা পরিচয়ে আবেদনকারীদের কাছে ভেরিফিকেশনের খরচ বাবদ টাকা হাতিয়ে নিত। প্রতিদিন তারা ৪০-৫০ জন আবেদনকারীকে ফোন করে। আবেদন করার ২-৩ দিন পর অফিস খোলার দিন এবং অফিস সময়ই তারা ফোন করত। বেশির ভাগ সময় আবেদনকারীরা দেখা করতে চাইলে তারা বলে, খরচের বিষয় আছে, আপনি আমার বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে দেন। আমি রিপোর্ট যথাসময়েই পাঠিয়ে দেব। এভাবে চক্রটি প্রতারণা করে আসছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর