সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

নিউইয়র্কে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে সরব প্রবাসীরা

প্রতিদিন ডেস্ক

ডেমোক্র্যাটিক পার্টির দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচন ঘিরে ভিন্ন এক আমেজ পরিলক্ষিত হচ্ছে নিউইয়র্কে বাংলাদেশিদের মধ্যে। আগে কখনো এমন আমেজ দেখা যায়নি। উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নরসহ সিনেট ও অ্যাসেম্বলির দলীয় প্রার্থী বাছাইয়ের এ নির্বাচন তথা প্রাইমারি অনুষ্ঠিত হবে। খবর এনআরবি নিউজ। এই জেগে ওঠার মধ্য দিয়েই একসময় বোধোদয় ঘটবে যে, আমরাও পারব। অন্যের জন্য পারলে, নিজের জন্যও পারব’— মন্তব্য মার্কিন শ্রমিক নেতা মাফ মিসবাহউদ্দিনের। এ আলোকে অন্তত ৪ জনের নাম প্রকাশিত হয়েছে। নিউইয়র্ক সিটি ও স্টেট পার্লামেন্ট নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতার আশা ব্যক্ত করছেন। এভাবেই আমেরিকান স্বপ্ন পূরণের পথ জোরালোভাবে সুগম হবে-উল্লেখ করেন মূলধারায় সরব ফখরুল আলম। কাজী মনির মনে করছেন, কম্যুনিটি বোর্ডের মাধ্যমে প্রবাসীরা বহুজাতিক এই সিটিতে নিজেদের মেধা ও মননের প্রকাশ ঘটাতে সক্ষম হচ্ছেন। নিউইয়র্ক সিটির জ্যামাইকা-ফ্লাশিং এলাকা থেকে স্টেট সিনেটে দলীয় মনোনয়ন লাভের পথে হাঁটা জন লু-কে দ্ব্যর্থহীন সমর্থন জানিয়েছেন প্রবাসীরা। ২৭ আগস্ট সন্ধ্যায় জ্যাকসন হাইটসে মেজবান দরবার হলে কম্যুনিটি লিডার ও মূলধারার সংগঠক ফখরুল আলমের সঞ্চালনায় ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে জন লু বলেন, দক্ষিণ এশিয়ান তথা এশিয়ানসহ অভিবাসী সমাজের পক্ষে ছিলাম, সামনের দিনেও থাকব-এটি হচ্ছে আমার বড় অঙ্গীকার।’ প্রাইমারিতে বাংলাদেশি তথা অভিবাসী সমাজের পরীক্ষিত বন্ধু ডেমোক্র্যাটদের বিজয় প্রদানে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ফখরুল আলম।

সর্বশেষ খবর