মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ডোপ টেস্টে বাঁচবে হাজার প্রাণ

—ডা. অরূপ রতন চৌধুরী

ডোপ টেস্টে বাঁচবে হাজার প্রাণ

মাদকবিরোধী সংগঠন ‘মানস’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ডা. অরূপ রতন চৌধুরী বলেন, চালকদের মাদকাসক্তির কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এভাবে সড়কে হত্যাকাণ্ড বন্ধ করতে রাস্তায় চলাচলকারী প্রতিটি গাড়ির চালকের ডোপ টেস্ট জরুরি। খুব অল্প সময়ে ট্রাফিক সার্জনের হাতের ছোট্ট যন্ত্রে নিশ্চিত হওয়া যাবে গাড়ি চালানোর সময় চালক মাদক সেবন করেছেন কি না। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক গবেষণায় দেখা গেছে ৩০ শতাংশ চালক মাদক সেবন করে ড্রাইভিং করে। তাই রাস্তায় ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশের হাতে ছোট্ট একটি যন্ত্র দিলে তারা যে কোনো সময় গাড়ি চালকদের ডোপ টেস্ট নিতে পারবে। এই প্রক্রিয়া খুব সহজ এবং অল্প সময়েই সম্ভব। ডোপ টেস্টের মেশিনটি চালকের মুখের কাছে নিয়ে একবার শ্বাস ফেললেই মিটারে মাদক সেবনের বিষয়ে তথ্য পাওয়া যাবে। মিটারের ফলাফল থেকে জানা যাবে চালক মাদক সেবন করেছেন কি না, করলে মাদক সেবনের মাত্রা কেমন। এই একটি টেস্ট বাধ্যতামূলক করলে রাস্তায় চলাচলকারী হাজারও মানুষের প্রাণ বাঁচবে।

সর্বশেষ খবর