Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩ সেপ্টেম্বর, ২০১৮ ২২:৫৫
চালকদের ডোপ টেস্ট সময়ের দাবি
—মোজাম্মেল হক চৌধুরী
চালকদের ডোপ টেস্ট সময়ের দাবি

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, চালকদের মাদক সেবন নিয়ে গবেষণায় তথ্য প্রমাণ মিলেছে। লাখো মানুষের জীবন কখনো মদ্যপ চালকের হাতে থাকতে পারে না। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকের মাদকাসক্তি যাচাইয়ে ডোপ টেস্ট সময়ের দাবি। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, চালক মাদক গ্রহণ করে গাড়ি চালাচ্ছেন কি না এটা যাচাই প্রক্রিয়া খুবই সহজ। সড়ক দুর্ঘটনা প্রবণ দেশ হিসেবে এখানে ডোপ টেস্ট চালু করা অতি জরুরি। গবেষণার যে তথ্য এসেছে তা বেশ কিছুদিন আগের। বর্তমান পরিস্থিতি আরও ভয়াবহ। এ বিষয়গুলো নিয়ে আমরা বারবার কথা বললেও কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ দেখছি না।

এই পাতার আরো খবর
up-arrow