মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ব্রহ্মপুত্রে নৌকাবাইচ

জামালপুর প্রতিনিধি

ব্রহ্মপুত্রে নৌকাবাইচ

জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা ঘিরে এলাকাজুড়ে দেখা যায় উৎসবের আমেজ। জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মানুষ নৌকা বাইচ উৎসবে যোগ দেয়।

সদর উপজেলার তুলসীর চর ইউনিয়নে পুরাতন ব্রহ্মপুত্র নদের ডিগ্রির চর গুদারাঘাটে রবিবার বিকালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ডিগ্রির চর এলাকাবাসী আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ মো. রেজাউল করিম হীরা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মোফাজ্জল হোসেন, পুলিশ সুপার  মো. দেলোয়ার হোসেন পিপিএম বার ও অতিরিক্ত জেলা প্রশাসক লোকমান হোসেন। প্রতিযোগিতায় ১৩টি দল অংশ নেয়। চ্যাম্পিয়ন হয় ইসলামপুর উপজেলার শাহজালাল নৌকা দল। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে ঘূর্ণিঝড় ও ভাণ্ডারি নৌকা দল। বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা উপভোগ করতে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে নদের দুই পাশে হাজার হাজার নারী-পুরুষ ও শিশু-কিশোর উপস্থিত হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর