শিরোনাম
মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
বাসে কিশোরী ধর্ষণ

ধর্ষক সুপারভাইজার এরশাদ গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ইব্রাহিমাবাদ রেলস্টেশনের কাছে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনায় ধর্ষক বাসের সুপারভাইজার এরশাদ (৪০)-কে গ্রেফতার করায় গ্রেফতার সংখ্যা দাঁড়াল দুজনে। বাসের চালক আলম খন্দকারকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বাসের হেলপার নাজমুলের জবানবন্দিতে পালিয়ে থাকা সুপারভাইজারকে গতকাল সকালে পুলিশ ধরতে সক্ষম হয়। পরে তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে দুপুরে টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আজ তার রিমান্ড শুনানি হবে। এদিকে আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুজ্জামান ভিকটিমকে তার ভাইয়ের জিম্মায় দেওয়ার আদেশ দেন। পুলিশ জানায়, এরশাদ এজাহারভুক্ত আসামি নয়। তবে হেলপার নাজমুলের জবানবন্দিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এখন তার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হবে। এর আগে ৩১ আগস্ট শুক্রবার গ্রেফতারকৃত বাসের হেলপার নাজমুল আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, বাসচালক আলম খন্দকার বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে বাসের ভিতরে ধর্ষণ করে এবং সেই সময় সুপারভাইজার এরশাদও এই কাজে জড়িত হয়।

এদিকে এই ভিকটিমের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কোনো এক গ্রামে। ঈদের আগে বড়বোনের বাড়িতে বেড়াতে যান। ঈদের পর ২৩ আগস্ট নিখোঁজ হন। পরে তার বড়বোন সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি করেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্বপ্রান্তে টহলরত পুলিশ দল ওই এলাকার নৈশপ্রহরী শাহ আলমের মাধ্যমে জানতে পারে যে, বাসস্ট্যান্ডে একটি বাসের ভিতর নারীর কান্না শোনা যাচ্ছে। এ খবর পেয়ে ওই টহল দল বাসটিতে গিয়ে প্রতিবন্ধী এক নারীকে উদ্ধার করে। এ সময় ওই নারী ধর্ষণের শিকার হয়েছে বলে পুলিশকে জানায়। পরে পুলিশ ওই বাসের চালকের সহকারী নাজমুলকে আটক করে থানায় নিয়ে যায়। পরদিন (শুক্রবার) বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নুরে আলম বাদী হয়ে বাসের চালক আলম খন্দকার ও আটককৃত নাজমুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলায় চালক আলম খন্দকারের বিরুদ্ধে ওই নারীকে ধর্ষণ এবং সহকারী নাজমুলের বিরুদ্ধে ধর্ষণে সহায়তা করার অভিযোগ আনা হয়। শুক্রবার সন্ধ্যায় নাজমুলকে ওই মামলায় টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এ সময় তিনি ঘটনার বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান তার জবানবন্দি লিপিবদ্ধ শেষে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

সর্বশেষ খবর