মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

দিল্লিতে পাঁচ দিনের বিজিবি-বিএসএফ সম্মেলন শুরু

নয়াদিল্লি প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক (ডিজি) পর্যায়ে পাঁচ দিনের অর্ধবার্ষিক সীমান্ত সম্মেলন গতকাল ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে। চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। সম্মেলনে অংশ নিচ্ছে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল এবং বিএসএফ মহাপরিচালক কে কে শর্মার নেতৃত্বে ২০ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল। সম্মেলনের আলোচ্য সূচিতে রয়েছে— সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি, হত্যা ও আহতের ঘটনা। এ ছাড়া আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য চোরাচালান নিয়েও আলোচনা হবে। ভারত সফরকালে বিজিবি মহাপরিচালক ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ডিজি পর্যায়ের সীমান্ত আলোচনা শুরু হয় ১৯৭৫ সালে। সে হিসেবে গতকাল শুরু হওয়া সম্মেলনটি ৪৭তম। এ ধরনের সর্বশেষ সম্মেলনটি হয় ঢাকায় চলতি বছর এপ্রিলে। সম্মেলন উপলক্ষে ৬ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ প্রীতি বাস্কেটবল ম্যাচ হবে। ৭ সেপ্টেম্বর সম্মেলনের যৌথ আলোচনার দলিল (জয়েন্ট রেকর্ড অব ডিসকাশনস- জেআরডি) স্বাক্ষরিত হবে।

সর্বশেষ খবর