বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
আওয়ামী লীগের একাংশ

বরগুনার এমপি শম্ভুকে অবাঞ্ছিত ঘোষণা

বরগুনা প্রতিনিধি

অনিয়ম, দুর্নীতি, মাদক বাণিজ্য ও অপরাজনীতিসহ ২৪ অভিযোগে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বরগুনা জেলা আওয়ামী লীগের একাংশ। বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে মঙ্গলবার বেলা ১১টায় বরগুনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি দেলোয়ার হোসেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ হুমায়ুন কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোতালেব মৃধা, সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সদস্য শাহজাহান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ালি উল্লাহ অলি, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ফজলুল হক জোমাদ্দার, জেলা আওয়ামী লীগ সদস্য এস এম মশিউর রহমান শিহাব, বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাব উদ্দিন সাবুসহ জেলা আওয়ামী লীগের অধিকাংশ শীর্ষ নেতা। এ ছাড়াও সংবাদ সম্মেলনে বরগুনার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে তারা আরও উল্লেখ করেন, সুদীর্ঘ ২৭ বছরেরও বেশি সময় ধরে জেলা আওয়ামী লীগের সভাপতি থেকে নজিরবিহীন অনিয়ম, দুর্নীতি আর অপরাজনীতির মাধ্যমে অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু শত কোটি টাকার মালিক হয়েছেন।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ শেষে সাংবাদিকরা জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের কাছে সভাপতির ওপর অনাস্থা ও অবাঞ্ছিত ঘোষণা করার বিষয়টি দলীয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বলেন, আমরা জেলা আওয়ামী লীগের সভায় সিদ্ধান্ত নিয়েই আজকে আনুষ্ঠানিকভাবে তার ওপর অনাস্থা জানিয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। তবে কোন তারিখের সভায় এ সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টিকে সাংগঠনিক সিদ্ধান্ত বলে এড়িয়ে যান। এ বিষয়ে বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সিঙ্গাপুরে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সর্বশেষ খবর