বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
গ্রেনেড হামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক

এমন হামলা বিশ্বের ইতিহাসে বিরল

নিজস্ব প্রতিবেদক

‘আর্জেস গ্রেনেডের মতো যুদ্ধাস্ত্র তথা সমরাস্ত্র দিয়ে নিরস্ত্র মানুষের ওপর এ ধরনের হামলা বিশ্বের ইতিহাসে বিরল। ২১ আগস্টের ওই হামলার উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য ও দেশকে পাকিস্তানে পরিণত করা। গতকাল বহু আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুই মামলায় আইনি পয়েন্টে যুক্তিতর্ক উপস্থাপনের সময় এসব কথা বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে ঢাকার ১ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এসব বক্তব্য তুলে ধরেন তিনি।

এর আগে এ দুই মামলার অন্যতম আসামি বিএনপি-জামায়াত জোট সরকার আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী     এস এম          শাহজাহান। এ সময় তিনি বাবরের খালাস দাবি করেন। কাজল ছাড়াও আদালতে রাষ্ট্রপক্ষে প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান, বিশেষ পিপি মো. আবু আবদুল্লাহ ভুঁইয়া, আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল, অ্যাডভোকেট ফারহানা রেজা, অ্যাডভোকেট আমিনুর রহমান, আশরাফ হোসেন তিতাস প্রমুখ উপস্থিত ছিলেন। গতকাল বাবরের পক্ষে যুক্তি উপস্থাপন সমাপ্ত হওয়ার পরই রাষ্ট্রপক্ষ আইনি পয়েন্টে যুক্তি উপস্থাপন শুরু করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল শুনানিতে ২১ আগস্ট ভয়াবহ বর্বরোচিত ও নৃশংস গ্রেনেড হামলা মামলায় ফারদার ইনভেস্টিগেশন কীভাবে করা যায় তার আইনি ভিত্তি তুলে ধরেন। এ বিষয়ে তিনি উচ্চ আদালতসহ বিভিন্ন রেফারেন্স দেন। তিনি বলেন, মামলার যে কোনো স্তরে ন্যায়বিচারের স্বার্থে ফারদার ইনভেস্টিগেশন করা যায়। এ মামলায় প্রথম অভিযোগপত্র দাখিলের পর আবারও তদন্ত হয়। ওই তদন্তে ঘটনার বিষয়ে ষড়যন্ত্র, ষড়যন্ত্রের স্থান ও জড়িতদের সম্পৃক্ততার বিষয় বেরিয়ে আসে। মামলার নথিসূত্রে জানা গেছে, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে দলীয় সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় দলীয় নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং আহত হন কয়েক শ মানুষ।

সর্বশেষ খবর