বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বেআইনি উদ্যোগ এটা : আইনজীবী

নিজস্ব প্রতিবেদক

কারাগারের ভিতরে আদালত বসানো সংবিধান পরিপন্থী বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া। গতকাল দুপুরে বকশীবাজার আদালত চত্বরে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম প্রজ্ঞাপন জারির মাধ্যমে বকশীবাজার কারা অধিদফতরের প্যারেড মাঠ থেকে পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের প্রতিবাদ জানিয়ে বকশীবাজারে আদালত এলাকায় জড়ো হন বিএনপিপন্থি আইনজীবীরা। সানাউল্লাহ মিয়া বলেন, আইনি বিধিবিধানের বাইরে তারা যাবেন না। যদি আদালত স্থানান্তর হয়ে থাকে তাহলে আদালতকে সেখানে উপস্থিত হয়ে বিষয়টি জানাতে হবে। তখনই তারা কেন্দ্রীয় কারাগারে যাবেন কিনা তা বিবেচনা করবেন। সরকারি প্রজ্ঞাপনের বিষয়টি শুনেছেন জানিয়ে তিনি বলেন, ওই প্রজ্ঞাপন বেআইনি, সংবিধান পরিপন্থী। এ ছাড়া আদালত স্থানান্তর হলে অন্য পক্ষকে আনুষ্ঠানিকভাবে জানাতে হয়। কিন্তু এখন পর্যন্ত বিএনপির আইনজীবীরা আদালতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নোটিস পাননি।

সর্বশেষ খবর