বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

এভাবে আদালত স্থাপন করা যায় না : জয়নুল

নিজস্ব প্রতিবেদক

কারাগারে বিশেষ আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারের বিষয়ে আজ সংবাদ সম্মেলন করবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাকক্ষে এক রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। পরে আইনজীবী জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, হঠাৎ করে অন্ধকার কারাঘরে বিএনপি চেয়ারপারসনের বিচারের জন্য একটি আদালত গঠন করা হয়েছে। অতীতে আমরা কখনো দেখিনি এবং বাংলাদেশে কেন, পাকিস্তানের ইতিহাসেও নেই যে সাংবিধানিকভাবে কারাগারে কোনো আদালত হতে পারে। যদি দেশে সামরিক শাসন হয় সে ক্ষেত্রে যা ইচ্ছা তা করতে পারে। কিন্তু সংবিধান মোতাবেক কারাগারে কোনো আদালত স্থাপন করা যায় না। আইনজীবী সমিতির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমিতির সভাপতি ও খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন, এ জে মোহাম্মদ আলী, মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, কায়সার কামাল, বদরুদ্দোজা বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর