শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বাসাইলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল

বাসাইলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ দেখতে সর্বস্তরের নারী-পুরুষ, শিশুসহ হাজারো মানুষের ঢল নামে। রংবেরঙের বাহারি নৌকা, বাদ্যযন্ত্র, নাচ-গান আর মাঝি-মাল্লাদের সুর-চিৎকার সব মিলিয়ে ফুলকীর ননদা বিলে বইছিল উৎসবের আমেজ। বাংলার গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে ফুলকী গ্রামবাসীর উদ্যোগে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। আলহাজ এরশাদ আলী খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আবদুস সালাম খান। ঐহিত্যবাহী এই নৌকাবাইচ দেখতে সকাল থেকেই জেলার ও জেলার বিভিন্ন উপজেলা থেকে দর্শনার্থীরা এসে ভিড় করে। নারী-পুরুষের পাশাপাশি শিশুদের উপস্থিতিও লক্ষ্য করার মতো। প্রতিযোগিতায় ছয়টি গ্রুপে ছোট-বড় মিলিয়ে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত প্রায় ৫০টিরও বেশি নৌকা অংশ গ্রহণ করে। গ্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সর্বশেষ খবর