Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ১১ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:২৪

বিদ্যুৎ বিভ্রাট সংসদে তড়িঘড়ি মুলতবি অধিবেশন

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ বিভ্রাট সংসদে তড়িঘড়ি মুলতবি অধিবেশন

সংসদ ভবনে এক ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ না থাকায় গতকাল দিনের সব কার্যক্রম স্থগিত করে সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে।

গতকাল বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনের তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। কিন্তু অধিবেশন শুরু হতে না হতেই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এরপর জেনারেটর দিয়ে অধিবেশনের কার্যক্রম অব্যাহত রাখা হয়। এ পর্যায়ে অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। কিন্তু দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় সংসদ ভবনের ইন্টারনেট বন্ধ হয়ে যায় এবং সাউন্ড সিস্টেমের কার্যক্রমে ত্রুটি দেখা দেয়। ফলে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে অনিবার্য কারণ দেখিয়ে সংসদের দিনের কার্যক্রম স্থগিত করে অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের প্রশ্নোত্তর চলাকালেই ডেপুটি স্পিকার ঘোষণা দেন অনিবার্য কারণবশত সংসদের আজকের কার্যক্রম স্থগিত করা হলো। সংসদ সচিবালয় জানিয়েছে, এ ধরনের ঘটনা বিরল। অতীতে এ রকম হয়েছে কিনা জানা নেই। পরে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া সাংবাদিকদের বলেন, জাতীয় গ্রিডে সমস্যা দেখা দেওয়ায় জাতীয় সংসদ ভবনে বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে গেছে। যে কারণে অধিবেশন চালানো যায়নি। তিনি বলেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণেই দিনের বাকি কার্যক্রম স্থগিত করা হয়েছে। যতটুকু জানতে পেরেছি, মেঘনা জাতীয় গ্রিডে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে সংসদ এলাকায় কার্যক্রম পরিচালিত হয়। সেখানে জাতীয় গ্রিডে বিদ্যুৎ ফল্ট করেছে তাই সমস্যাটি দেখা দিয়েছে। দীর্ঘক্ষণ সংসদে বিদ্যুৎ ছিল না, এতক্ষণ জেনারেটর দিয়ে চলছিল, জেনারেটর দিয়ে বেশিক্ষণ চালানো সম্ভব নয় তাই স্থগিত করা হয়েছে। এদিকে, গতকাল সংসদ অধিবেশন শুরুর সময় থেকেই পিএম ব্লক ছাড়া সাংবাদিক লাউঞ্জসহ সংসদ ভবনের সব জায়গায় ইন্টারনেট কানেকশন বন্ধ থাকে। যে কারণে সংসদ অধিবেশনের সংবাদ পাঠাতে ঝামেলায় পড়েন সাংবাদিকরা। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুৎ সমস্যার কারণেই ইন্টারনেট কানেকশন সচল রাখা সম্ভব হচ্ছে না। দিনের কার্যসূচিতে প্রশ্নোত্তর ছাড়াও ছিল ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়, তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন উত্থাপন। হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট বিল, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বিল উত্থাপন এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি বিল, সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিল সম্পর্কিত রিপোর্ট উত্থাপন।

এ ছাড়া সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সাক্ষাৎ করার কথা ছিল, সেই কার্যক্রমও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নিয়ে যাওয়া হয়।


আপনার মন্তব্য