বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভিসিসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা

হয়নি ডাকসু নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

হাই কোর্টের নির্দেশনা থাকার পরও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পদক্ষেপ না নেওয়ায় উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। অন্য দু’জন হলেন ঢাবির প্রক্টর ড. এ কে এম গোলাম রাব্বানী ও ট্রেজারার ড. কামাল উদ্দিন। গতকাল এ বিষয়ে হাই কোর্টে আবেদন করেছেন রিটকারীদের আইনজীবী মনজিল মোরসেদ। তিনি জানান, হাই কোর্টে রবিবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে। এর আগে ৪ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ব্যবস্থা না নেওয়ায় উপাচার্যসহ তিনজনের বিরুদ্ধে নোটিস পাঠানো হয়।

নির্ধারিত সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নেওয়ায় আদালত অবমাননার অভিযোগে আবেদন করা হয়। গত ১৭ জানুয়ারি ডাকসু নির্বাচনের ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেয় হাই কোর্ট। ওই আদেশে ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচন করতে বলা হয়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ডাকসু নির্বাচন হচ্ছে না। এর প্রেক্ষাপটে ২০১২ সালে ৩১জন শিক্ষার্থীর পক্ষে প্রথমে লিগ্যাল নোটিস, পরে তাদের ২৫ জনের পক্ষে হাই কোর্টে এ রিট আবেদনটি করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৮ এপ্রিল আদালত রুল জারি করে। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে রায় দেয় হাই কোর্ট।

সর্বশেষ খবর