বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ছেলেসহ রাগীব আলী ফের কারাগারে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের তারাপুর চা-বাগানের বন্দোবস্ত নিয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় আদালতে আত্মসমর্পণের পর সিলেটের ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোস্তাইন বিল্লাহ এ আদেশ দেন।

জানা যায়, দেবোত্তর সম্পত্তি তারাপুর চা-বাগানের বন্দোবস্ত নিয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় গত বছর ২ ফেব্রুয়ারি রাগীব আলী ও তার ছেলের ১৪ বছরের সাজার রায় দেন সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো। ওই সময় কয়েক মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান তারা। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। আপিলের শুনানি শেষে ৯ আগস্ট সাজা বহাল রাখেন সিলেটের বিশেষ দায়রা জজ আদালত। একই সঙ্গে জামিনে থাকা রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেন বিচারক দিলীপ কুমার ভৌমিক। সিলেট মহানগর হাকিম আদালতের এপিপি সৈয়ম শামীম আহমদ জানান, সময়ের আগেই গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিন চান রাগীব আলী ও আবদুল হাই। তবে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসঙ্গত, ১৯৯০ সালে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে প্রতারণার মাধ্যমে ভুয়া সেবায়েত সাজিয়ে তারাপুর চা-বাগানের ৪২২ দশমিক ৯৬ একর দেবোত্তর সম্পত্তি দখল করেন রাগীব আলী। বিচারিক আদালত রায়ে এই সম্পত্তি প্রকৃত সেবায়েত পঙ্কজ গুপ্তকে বুঝিয়ে দেন।

সর্বশেষ খবর