শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

মোরশেদ খানকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক

ব্যাংক থেকে ঋণ নিয়ে সাড়ে তিনশ কোটি টাকা আত্মসাতের মামলায় বিএনপি নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১৮ সেপ্টেম্বর দুদক কার্যালয়ে তাকে উপস্থিত হতে বলা হয়েছে। গতকাল এ বিষয়ে নোটিস পাঠিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. সামছুল আলম। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন, ১৮ সেপ্টেম্বর মোরশেদ খানের সঙ্গে তার স্ত্রী নাসরিন খান এবং আরেকটি মামলায় তার ছেলে ফয়সাল মোরশেদ খানকেও ২০ সেপ্টেম্বর তলব করা হয়েছে। ফয়সাল মোরশেদ খানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে ২০১৩ সালে গুলশান থানায় মামলা হয়। ঋণ আত্মসাতের অভিযোগে গত বছরের ২৮ জুন রাজধানীর বনানী থানায় এই মামলা করা হয়। এতে মোরশেদ খানের স্ত্রী নাসরিন খান, সিটিসেলের এমডি মেহবুব চৌধুরীসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। মামলাটিতে আসামিদের বিরুদ্ধে সিটিসেলের নামে এ বি ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে সাড়ে তিনশ কোটি টাকা ঋণ গ্রহণের পর আত্মসাতের অভিযোগ আনা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর