শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

দেশি উদ্যোক্তাদের অগ্রাধিকার অর্থনৈতিক অঞ্চলে : শিল্পমন্ত্রী

বসুন্ধরার এমডিসহ ৫৬ জন পেলেন সিআইপি সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

দেশের শীর্ষ শিল্প উদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহানসহ মোট ৫৬ জন ব্যবসায়ী পেলেন ‘বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি-সিআইপি’ (শিল্প) সম্মাননা-২০১৬। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশি উদ্যোক্তারাই অগ্রাধিকার পাবেন অর্থনৈতিক অঞ্চলে। তারা শিল্প স্থাপনের পর জমি ফাঁকা থাকলে তা বিদেশিদের দেওয়া হবে। গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শিল্প মন্ত্রণালয় আয়োজিত শিল্প খাতের শীর্ষ ৫৬ জন ব্যবসায়ীর মধ্যে সিআইপি-২০১৬ কার্ড প্রদান করা হয়। প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু দেশের শিল্প খাতে উদ্যোক্তাদের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, সরকার যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে, সেখানে দেশি উদ্যোক্তারাই বিনিয়োগে অগ্রাধিকার পাবেন। তারা শিল্প স্থাপনের পর জমি ফাঁকা থাকলে তা বিদেশিদের দেওয়া হবে। শিল্পমন্ত্রী বলেন, ‘এক সময় বিদেশি সহায়তার ওপর ভর করে দেশে বাজেট তৈরি করা হতো। এখন আমরা নিজেরাই নিজেদের পায়ে দাঁড়াতে পেরেছি। অভ্যন্তরীণ আয়ের উৎস দিয়েই বাজেট তৈরি করা হচ্ছে। এর পেছনে ব্যবসায়ীদেরই অবদান সবচেয়ে বেশি।’ স্বনির্ভরতার এই ধারা বজায় থাকলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে এ উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন।

ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, এসডিজি বাস্তবায়নে আগামীতে প্রায় ৯০০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন হবে। তাই বিনিয়োগ পলিসিকে যেমন আরও আকর্ষণীয় করার দরকার, পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশিত ব্যাংক ঋণের সুদের হার সর্বত্র সিঙ্গেল ডিজিটে কার্যকর হওয়াটাও সবার আগে জরুরি। কিন্তু সরকারি কয়েকটি ব্যাংক ও বেসরকারি কিছু ব্যাংক ছাড়া এ নির্দেশনা অনেকেই এখনো প্রতিপালন করছে না। এ অবস্থায় ১২, ১৪, ১৫ শতাংশ সুদহারে ঋণ নিয়ে দেশে শিল্প স্থাপন ও সম্প্রসারণ করা সম্ভব হবে না। ভারপ্রাপ্ত শিল্প সচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান এমপি, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি তপন চৌধুরী, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশের বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য, উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে অবদানের জন্য সিআইপি (শিল্প) নির্বাচন নীতিমালা-২০১৪ অনুযায়ী ২০১৬ সালের জন্য ৫৬ উদ্যোক্তাকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে পুরস্কৃত করা হয়। সিআইপি কার্ড পাওয়ার পর থেকে আগামী এক বছরের জন্য সিআইপিরা ব্যবসা-সংক্রান্ত ভ্রমণের সময় বিমান, রেল, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন। সহজে ভিসা পাওয়ার জন্য তাদের অনুকূলে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট দূতাবাসকে ‘লেটার অব ইন্ট্রোডাকশন’ দেবে। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধা এবং সচিবালয়ে প্রবেশের পাস পাবেন তারা। এ ছাড়া শিল্পবিষয়ক নীতিনির্ধারণী কোনো কমিটিতে সিআইপিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে সরকার। এবার সিআইপি পাওয়া উল্লেখযোগ্য ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান, এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ, আবদুল মাতলুব আহমাদ, বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান, এফআইসিসিআই সভাপতি রূপালী হক চৌধুরী, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সেলিমা আহমাদ, বিটিএমএ সভাপতি তপন চৌধুরী, নাসিব সভাপতি মির্জা নুরুল গনি শোভন, বিআরবি কেবলসের ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান, এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ উদ-দৌলা, আবদুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মোনেম, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, এনভয় টেক্সটাইলসের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ, কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান এস এম কামাল উদ্দিন, শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক ড. তৌফিক এম সেরাজ, মোনেম ইগলু ফুডস লিমিটেডের পরিচালক এ এস এম মঈনউদ্দিন, রিহ্যাবের সাবেক সভাপতি তানভিরুল হক প্রবাল প্রমুখ।

সর্বশেষ খবর