শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
সাবেক ডাকসু ভিপিদের চোখে বর্তমান

সবাই ঐক্যবদ্ধ হয়ে এগোতে হবে : আখতারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

সবাই ঐক্যবদ্ধ হয়ে এগোতে হবে : আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি আখতারুজ্জামান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট নির্বাচন হয়, সিনেট নির্বাচন হয়, শিক্ষক সমিতির নির্বাচন হয়, অনুষদের ডিন নির্বাচনও হয়। সব স্তরের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। শুধু ডাকসু নির্বাচন হয় না। সব নির্বাচন অনুষ্ঠিত হলে ডাকসু নির্বাচন হবে না কেন? সবাই ঐক্যবদ্ধ হয়ে ডাকসু নির্বাচনের দিকে এগোতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সাবেক এ ছাত্রনেতা আরও বলেন, ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলোর সঙ্গে বৈঠকের উদ্যোগকে সাধুবাদ জানাই। ছাত্রদের সঙ্গে বসবেন তারা। ঐকমত্যের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। এ নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী কী বিষয়ে প্রস্তুতি নেবেন সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যাপার। আমরা চাই সুন্দরভাবে নির্বাচন হোক। আখতারুজ্জামান বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব উৎপাদনের কেন্দ্র এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ। এ সংসদের মাধ্যমে ছাত্রদের মধ্য থেকে নেতৃত্বের চর্চা গড়ে উঠবে। ছাত্ররা নেতৃত্বের গুণাবলি অর্জন করবে। এর আগে প্রশাসন বেশ কয়েকবার উদ্যোগ নিলেও ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আমি মনে করি, ভালো সময় দেখে এ নির্বাচন দেওয়া দরকার। তিনি বলেন, রাষ্ট্রপতিও সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ডাকসু নির্বাচনের প্রয়োজনীয়তা উল্লেখ করে এ নির্বাচনের ব্যাপারে তাগিদ দিয়েছেন। আখতারুজ্জামান আরও বলেন, ডাকসু নির্বাচন সহজ ব্যাপার নয়। কারণ, ছাত্রদের ভোটার তথ্য তৈরি করা, হলগুলোতে বৈধ, অবৈধ শিক্ষার্থী নির্ধারণ করাসহ অনেক কাজ রয়েছে। ডাকসু নির্বাচনের জন্য সারা দেশের শিক্ষার্থীরা উদগ্রীব হয়ে থাকবে। ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা থাকবে। তাই উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ মেনে এ নির্বাচন আয়োজন করতে হবে।

সর্বশেষ খবর