শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
সাবেক ডাকসু ভিপিদের চোখে বর্তমান

নির্বাচন না হওয়ায় নেতৃত্বে শূন্যতা : সুলতান মনসুর

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন না হওয়ায় নেতৃত্বে শূন্যতা : সুলতান মনসুর

ডাকসু সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বলেছেন, দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় জাতীয় নেতৃত্বে শূন্যতা দেখা দিয়েছে। ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এ উদ্যোগ শুভ লক্ষণ, ইতিবাচক। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, কোন প্রক্রিয়ায় ডাকসু নির্বাচন হতে পারে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। আলাপ আলোচনার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করবেন এমনটাই প্রত্যাশা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাকসু নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হলে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত করতে হবে। ছাত্র সংগঠনগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। সুস্থভাবে যাতে ছাত্র সংগঠনগুলো তাদের কার্যক্রম চালাতে পারে সেটি নিশ্চিত করতে হবে। ছাত্রদের হলে অছাত্ররা থাকতে পারবে না। বৈধ ছাত্রদের হলে থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে। এটা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। সবার সিদ্ধান্তে দ্রুত ডাকসু নির্বাচনের আয়োজন করা হবে এমনটাই চাই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বসুক, আলোচনা করুক। বৈঠক থেকে ডাকসু নির্বাচন নিয়ে ইতিবাচক ভূমিকা আশা করব।

সর্বশেষ খবর