শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

৫২ দিন পর বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন শুরু

দিনাজপুর প্রতিনিধি

কয়লার অভাবে বন্ধ হয়ে যাওয়া দেশের একমাত্র কয়লাভিক্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও উৎপাদন শুরু হয়েছে। প্রায় এক মাস ২২ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার মধ্যরাত থেকে উৎপাদন শুরু হয়েছে। ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ওই ইউনিট থেকে জাতীয় গ্রিডে ১৫৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার (উৎপাদন) প্রকৌশলী মাহাবুবুর রহমান।

গত ২২ জুলাই থেকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি কয়লার অভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর মধ্যে ঈদের সময় চাহিদা মেটাতে ৯ দিন একটি ইউনিট চালু করা হলেও পরে তা বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষ বলছেন, কয়লার সরবরাহ বাড়লে বিদ্যুৎ কেন্দ্রের বাকি দুটি ইউনিটও চালু করা হবে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবদুল হাকিম সরকার সাংবাদিকদের জানান, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের তৃতীয় ইউনিট থেকে বৃহস্পতিবার রাত ২টা ২৭ মিনিটে উৎপাদন শুরু হয়। ওই সময় ১৫৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড করা হয়। ধীরে ধীরে এই উৎপাদন আরও বাড়বে। কয়লার মজুদ বাড়লে বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিট দুটি চালু করা হবে বলেও জানান তিনি। বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান জানান, প্রতিদিন দেড় হাজার থেকে দুই হাজার টন কয়লা উত্তোলন হচ্ছে। উত্তোলিত কয়লা খনির ইয়ার্ডে না রেখে প্রতিনিয়তই তা তাপবিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হচ্ছে। গত ৮ সেপ্টেম্বর থেকে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উৎপাদন শুরু হওয়ায় কয়েক দিনের কয়লা মজুদ করে তাপবিদ্যুৎ কেন্দ্রটির ২৭৫ মেগওয়াটের একটি ইউনিটে উৎপাদন শুরু করা হয়েছে। গত ১৯ জুন বড়পুকুরিয়া খনি থেকে ১ লাখ ৪৪ হাজার মেট্রিক টন কয়লা উধাওয়ের ঘটনা জানাজানি হয়। এই ঘটনায় চার কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাসহ ১৯ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়।

সর্বশেষ খবর