রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
ডাকসু নির্বাচন

ঢাবি কর্তৃপক্ষের সঙ্গে ছাত্র সংগঠনের বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন নিয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আজ আলোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১১টায় উপাচার্য কার্যালয় সংলগ্ন পুরাতন সিনেট কক্ষে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের’ এ বৈঠক হবে। এদিকে ‘ক্যাম্পাসে সহাবস্থান’ না থাকার অভিযোগ এনে এ সভায় ছাত্রদল নেতাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ  করেছেন বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। গতকাল ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সঙ্গে দেখা করে এ উদ্বেগের কথা জানান সাদা দলের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, যুগ্ম আহ্বায়কদ্বয় অধ্যাপক ড. লুত্ফর রহমান ও অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান জানান, আজ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের সভা আহ্বান করা হয়েছে, যেখানে ছাত্রলীগ, ছাত্রদলসহ অন্য ছাত্র সংগঠনগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু ছাত্রদল ক্যাম্পাসে সহাবস্থান না থাকার কারণে অবস্থান করতে পারে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হলসমূহে ক্ষমতাসীন ছাত্রলীগের আধিপত্য। এমতাবস্থায় এ সভায় ছাত্রদলের প্রতিনিধিরা অংশ নিলে তাদের নিরাপত্তা কী হবে, তা পরিষ্কার নয়। তাদের নিরাপত্তা দিয়ে আনা এবং বের করা হবে কিনা, সে বিষয়েও স্পষ্ট হওয়া দরকার। তিনি বলেন, গণমাধ্যমে খবর বেরিয়েছে ছাত্রলীগ এ সভায় ছাত্রদলের কেউ অংশ নিলে আক্রমণ বা হামলা করতে পারে। এমতাবস্থায় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে উদ্বিগ্ন। যে কারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উদ্বেগের বিষয়টি অবহিত করেছেন।

সর্বশেষ খবর