রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

ভারতে আদর্শ বউ হওয়ার পাঠ্যবই

প্রতিদিন ডেস্ক

ভারতের ভোপালে বরকতুল্লাহ বিশ্ববিদ্যালয়ে এবার একটা নতুন পাঠক্রম চালু হতে চলেছে। যে পাঠক্রমে শেখানো হবে কীভাবে ‘আদর্শ বউ’ হতে পারবেন নারীরা। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নারীদের সামাজিক উন্নতির জন্যই আগামী শিক্ষাবর্ষে এ পাঠক্রম চালু হচ্ছে। তিন মাসের এ পাঠক্রম শেষে দেওয়া হবে ‘আদর্শ বউ’র সার্টিফিকেট। প্রাথমকিভাবে সমাজবিদ্যা বিভাগের অধীনে চালু হবে এ পাঠক্রম। শুরু হবে ৩০ জন ছাত্রীকে নিয়ে। পরে ছাত্রীসংখ্যা বাড়ানো হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নারীদের ‘সামাজিক উন্নতি’র লক্ষ্যেই আগামী শিক্ষাবর্ষে নতুন পাঠক্রম শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিয়ের পর নতুন পরিবেশে কীভাবে মানিয়ে চলতে হয়, নতুন পরিবারে কীভাবে সবার সঙ্গে থাকতে হয় তিন মাসের এ পাঠক্রমে মূলত সে বিষয়গুলোই শেখানো হবে নারীদের। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভি সি গুপ্তা জানিয়েছেন, নারীদের উন্নতির উদ্দেশ্যে এ পাঠক্রম খুবই ব্যতিক্রমী। তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা আছে। আর সে দায়বদ্ধতা থেকেই এ ভাবনা আমাদের মাথায় আসে।’

সর্বশেষ খবর