সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
পরিবেশ দূষণে মৃত্যু

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শীর্ষে

নিজস্ব প্রতিবেদক

বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিবেশ দূষণজনিত রোগব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুর হারে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ শীর্ষে রয়েছে। দক্ষিণ এশিয়াতে গড় হারে ২৫ দশমিক ৯ শতাংশ মানুষ পরিবেশ দূষণজনিত রোগে মারা যায়। সেখানে শুধু ঢাকা শহরেই ২০১৫ সালে মারা গেছে ১৮ হাজার মানুষ। অন্যান্য শহর মিলিয়ে ওই বছর ৮০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। বিশ্বব্যাংকের ২০১৮ সালের দেশভিত্তিক পরিবেশ বিশ্লেষণ প্রতিবেদনে বলা হয়েছে, শুধু পরিবেশ দূষণের ফলে বাংলাদেশের শহরাঞ্চলে ২৭ দশমিক ৭ শতাংশ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। পরিবেশ দূষণজনিত রোগে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুর দিক দিয়ে বাংলাদেশের পরেই আছে প্রতিবেশী দেশ ভারত। এ হিসাব ২০১৫ সালের তথ্য-উপাত্তের ভিত্তিতে। ভারতে এই হার ২৬ দশমিক ৫ শতাংশ। নেপালে মারা যায় ২৫ দশমিক ৮ শতাংশ, পাকিস্তানে ২২ দশমিক ২ শতাংশ, আফগানিস্তানে ২০ দশমিক ৬ শতাংশ, ভুটানে ১৩ শতাংশ মানুষ মারা যায়। এদিক থেকে সবচেয়ে কম মানুষ মারা যায় মালদ্বীপে। এ দেশটিতে এসংক্রান্ত কারণে  রোগে আক্রান্ত হয়ে মারা যায় ১১ দশমিক ৫ শতাংশ।

সর্বশেষ খবর