বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

জবর আজব ভালোবাসা

সাংস্কৃতিক প্রতিবেদক

জবর আজব ভালোবাসা

থিয়েটারওয়ালা রেপার্টরির প্রযোজনায় শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো ‘জবর আজব ভালোবাসা’। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি।

আন্তন চেখভের ‘দ্য বিয়ার’ নাটকটির অনুবাদ করেছেন মোবারক হোসেন খান। রূপান্তর ও নির্দেশনায় ছিলেন সাইফ সুমন। প্রয়াত স্বামীর শোকে সারাক্ষণ বিলাপ করতে থাকা গৃহকর্ত্রী প্রভার ওপর ভীষণ বিরক্ত বাড়ির কেয়ারটেকার সবুর। সবুরের কাছে জীবন মানে খাও-দাও ফুর্তি কর। কিন্তু গৃহকর্ত্রী প্রভা মৃত স্বামীর শোকে এতটাই কাতর যে, সবকিছু ভুলে তিনি গৃহবন্দী জীবন-যাপন করেন। বাসার বাইরে যাওয়া তো দূরের কথা, বাসায় কেউ এলে দেখা পর্যন্ত করেন না। একদিন সন্ধ্যায় কাঁটাবনের অ্যানিমেল ফুড ব্যবসায়ী নাভিদ বাসায় আসেন প্রভার সঙ্গে দেখা করতে। নাভিদ জানান, প্রভার স্বামী তার দোকান থেকে  কুকুরের জন্য নিয়মিত খাবার কিনতেন এবং বকেয়া বিল বাবদ তার কাছে পঞ্চাশ হাজার টাকা পাওনা আছে। প্রভা জানেন তার স্বামীর প্রচুর কুকুরপ্রীতি ছিল। তিনি জানান, টাকাটা শোধ করে দেবেন, কিন্তু তাকে দুই দিন সময় দিতে হবে। নাভিদও নাছোড়বান্দা, টাকা না নিয়ে যাবেনই না। এভাবেই বিন্যস্ত হয়েছে তিনজনের অভিনয়ের ‘জবর আজব ভালোবাসা’ নাটকের কাহিনী। নাটকটির তিনটি চরিত্রে অভিনয় করেছেন প্রাঙ্গণেমোর নাট্যদলের রামিজ রাজু, নাট্যকেন্দ্রের সঙ্গীতা চৌধুরী ও থিয়েটার আর্ট ইউনিটের সাইফ সুমন। অন্যদিকে একই সময়ে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় আরণ্যক নাট্যদলের নাটক ‘দি জুবিলী হোটেল’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর