বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভারতে তিন তালাকে জেল-জরিমানা

প্রতিদিন ডেস্ক

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে একটি অধ্যাদেশ অনুমোদন করেছে। গতকাল অধ্যাদেশটি অনুমোদন পেয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া। খবরে বলা হয়েছে, পার্লামেন্টের মাধ্যমে বিলটি আইনে পরিণত করতে ব্যর্থ হয়ে কেন্দ্রীয় সরকার তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে অধ্যাদেশ বা নির্বাহী আদেশ অনুমোদন দিয়েছে। সরকারের এই পদক্ষেপকে মুসলিম নারীর অধিকারের পক্ষে একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। অধ্যাদেশটি রাষ্ট্রপতির স্বাক্ষরের পর কার্যকর হবে। এরপর কেউ তিন তালাক দিলে জরিমানাসহ তার সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হবে।

প্রসঙ্গত, গত বছরের আগস্টে ভারতের সুপ্রিম কোর্ট এক রায়ে তাত্ক্ষণিক তিন তালাককে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে। তারপরও দেশটিতে তিন তালাকের চর্চা চলে আসছিল। কেন্দ্রীয় সরকার এ-সংক্রান্ত বিল দেশটির পার্লামেন্টে পাস করাতে ব্যর্থ হয়। মুসলিম নারী (বিয়ের ওপর অধিকার সুরক্ষা) বিল ২০১৭ লোকসভায় পাস হলেও তা রাজ্যসভায় আটকে যায়। কারণ, রাজ্যসভায় সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতা নেই। এ প্রসঙ্গে আইন ও বিচারবিষয়ক মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, কংগ্রেসের অসহযোগিতার কারণে বিলটি পার্লামেন্টে পাস করানো সম্ভব হয়নি।

সর্বশেষ খবর