শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

গাড়ি চুরির পর সব বদলে যায় যেভাবে

চক্রের সাতজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলো- লোকমান হোসেন, নিয়ামুল শরিফ,  শেখ জামাল, আবদুর রশিদ মৃধা, রাব্বি সিকদার, শাহ্ আলম ও মাহাবুব সিকদার। বুধবার মিরপুর, ডেমরা ও শ্যামপুরে এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, একটি সিএনজি ও আটটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডিবির সিনিয়র এসি (পশ্চিম) রাহুল পাটওয়ারী জানান, চক্রটি দীর্ঘদিন ধরে গাড়ি চুরি করে আসছে। চোরাই গাড়িগুলো  কয়েক হাত বদল হয়ে যেত মুন্সীগঞ্জের ভবেরচর, মাদারীপুরের শিবচর, শরীয়তপুরের জাজিরায়। সেখানে স্থানীয়ভাবে গাড়িগুলো বিক্রি করা হয়। তাদের নিজস্ব লোকজন এসব গাড়ি বিক্রি করে থাকে। এছাড়া বিআরটিএ’র কর্মকর্তাদের সিল ও স্বাক্ষর জালিয়াতি করে নকল কাগজপত্র তৈরি করে থাকে অন্য আরেকটি চক্র। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করা হয়েছে। বিআরটিএ’র নকল কাগজ সরবরাহকারী প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর