শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিসিএস পাস মেয়েকে উদ্ধারের জন্য থানায় বাবা-মার অবস্থান

নেত্রকোনা প্রতিনিধি

অপহূত মেয়ে ৩৭তম বিসিএস প্রশাসন (ম্যাজিস্ট্রেট) পরীক্ষায় উত্তীর্ণ তাসলিমা সুলতানা সিনথিয়ার উদ্ধার দাবিতে থানা প্রাঙ্গণের মাটিতে বসে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান করেছেন পিতা সুলতান আহমেদ ও মা রাজিয়া সুলতানা। গতকাল নেত্রকোনার কেন্দুয়া থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এর আগে গত বুধবার রাতে সিনথিয়াকে অপহরণের অভিযোগে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন মা। মামলায় কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র আবদুল হক ভূইয়ার ছোট ছেলে রাতুল হাসান বাবুসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলায় বলা হয়েছে, কেন্দুয়া পৌর শহরের আরামবাগ মহল্লার বাসিন্দা সুলতান আহমেদের একমাত্র মেয়ে ৩৭তম            বিসিএস প্রশাসন (ম্যাজিস্ট্রেট) পরীক্ষায় উত্তীর্ণ তাসলিমা সুলতানা সিনথিয়াকে তাদের বাসা থেকে গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় উল্লিখিত আসামিদের সহযোগিতায় অস্ত্রের মুখে জিম্মি করে রাতুল হাসান বাবু সিএনজিতে তুলে নিয়ে যায়। সিনথিয়ার পিতা সুলতান আহমেদ গতকাল বলেন, ‘অপহরণের দুই দিন পেরিয়ে গেলেও আমার মেয়েকে উদ্ধার করতে পারছে না পুলিশ।’ তিনি পুলিশের ভূমিকা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন। তবে কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী বলেন, অপহূতাকে দ্রুত উদ্ধারে জোর চেষ্টা চলছে।

সর্বশেষ খবর