সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

চার হাজার মামলার বিপক্ষে রিট বিএনপির

নিজস্ব প্রতিবেদক

চলতি মাসে (সেপ্টেম্বর) আওয়ামী লীগ ব্যতীত অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সারা দেশে দায়ের হওয়া প্রায় চার হাজার মামলার তদন্ত বন্ধ ও পরবর্তীতে এ ধরনের মামলা না দেওয়ার নির্দেশনা চেয়ে হাই কোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

গতকাল বিএনপির ভাইস চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, নিতাই রায় চৌধুরী ও দলটির আইন সম্পাদক সানাউল্লাহ মিয়ার পক্ষে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন অ্যাডভোকেট এ কে খান। আবেদনে এসব মামলার কারণ জানতে চাওয়ার পাশাপাশি স্বাধীন তদন্ত কমিটি গঠনেরও নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে কমিটি গঠনের ক্ষেত্রে জাতিসংঘ মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের প্রতিনিধি রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার, ডিএমপি রমনা জোনের ডেপুটি ও অতিরিক্ত ডেপুটি কমিশনার, রমনা, পল্টন ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ মোট নয়জনকে এই রিটে বিবাদী করা হয়েছে। রিটের বিষয়ে বিএনপিপন্থি আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান বলেন, ‘জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, নিতাই রায় চৌধুরী, সানাউলাহ মিয়াসহ কয়েকজন রাজনৈতিক নেতা-কর্মীর বিরুদ্ধে গত কয়েকদিনে একাধিক মামলা দায়ের করা হয়। বিভিন্ন পত্রিকায় এ ধরনের তথ্য উঠে এসেছে। মামলার আসামিরা যেখানে উপস্থিতই ছিলেন না, সেখানেও এই ধরনের মামলা দেওয়া হয়েছে। তাই এ ধরনের মামলা বন্ধের নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট দায়ের করা হয়েছে।’ তিনি জানান, রিট আবেদনটির ওপর আজ শুনানি হতে পারে। শুনানিতে অংশ নেবেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদসহ কয়েকজন সিনিয়র আইনজীবী।

সর্বশেষ খবর